গরু নিয়ে বাড়ি ফেরা হলো না গৃহবধূর
প্রথম নিউজ, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে জান্নাত বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) বেলা ১১টার উপজেলার ৪নং চরওয়াপদা ইউনিয়নের ১নং ওয়ার্ড চর আমিনুল হক গ্রামের সুলতান নগরে এ ঘটনা ঘটে।
জান্নাত বেগম চর আমিনুল হক গ্রামের সুলতান নগর এলাকার আবু কালামের স্ত্রী।
স্থানীয়রা জানান, জান্নাত বেগম তার বাড়ির পার্শ্ববর্তী মাঠে গরু আনতে যান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই গরুসহ তার মৃত্যু হয়। তিনি পাঁচ সন্তানের জননী।
চরওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান ভূঁইয়া ঢাকা পোস্টকে বলেন, গৃহবধূর মৃত্যুতে আমরা শোকাহত। পশুপালন ও চাষাবাদ করেই তিনি জীবিকা নির্বাহ করতেন।
চরজব্বর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঢাকা পোস্টকে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।