গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে : ড. কামাল

গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে  মূল্য কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে : ড. কামাল
গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে : ড. কামাল

প্রথম নিউজ, অনলাইন: গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদুৎসহ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে জনজীবনে সীমাহীন দুর্ভোগ নেমে এসেছে। গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে  মূল্য কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার গণফোরাম কেন্দ্রীয় কমিটির এক সভায় তিনি এই আহবান জানান। তিনি বলেন, আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবিতে দেশব্যাপী জনমত গঠনে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে  সমমনা রাজনৈতিক দল ও ব্যক্তিদের সাথে আলোচনা করে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

এসময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান, সভাপতি পরিষদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল, মোকাব্বির খান এমপি, এস এম আলতাফ হোসেন, ডা. আব্দুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক), আব্দুল মমিন চৌধুরী, মোস্তাক আহম্মেদ প্রমুখ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: