মণিপুরের সংকট আরও প্রকট

মণিপুরের সংকট আরও প্রকট

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক:  ফের উত্তপ্ত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। ছয়জনের মরদেহ উদ্ধারের পর থেকে হিন্দু ধর্মাবলম্বী মেইতেইদের বিক্ষোভে পুড়ছে রাজ্যটির ইম্ফল উপত্যকা। গত সোমবার অপহরণ করা হয়েছিল ওই ছয়জনকে।  রবিবার (১৭ নভেম্বর) পর্যন্ত মণিপুরের জিরিবাম জেলায় মোট ছয়টি মরদেহ উদ্ধার করা। যদিও আর একটি অংশের দাবি, নদীতে আরও কিছু মরদেহ ভেসে আসতে দেখা গেছে। সেক্ষেত্রে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। 

এই পরিস্থিতিতে মণিপুরের বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে শরিক দল ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। রাজ্যে চলমান সহিংসতার জন্য মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে দায়ী করেছে এনপিপি। এই ঘটনায় মণিপুরে সংকট আরও প্রকট হতে পারে বলে মনে করা হচ্ছে। রবিবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল এবং এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, মণিপুরের বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে শরিক দল এনপিপি। বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে লেখা চিঠিতে দলের এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন এনপিপি সভাপতি। গত বছরের ৩ মে থেকে জাতিগত দাঙ্গা শুরু হয় এই রাজ্যে। সেই সময় থেকে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যটিতে এখনও পর্যন্ত আড়াই শতাধিক মানুষ নিহত হয়েছেন।