গাংনীতে হত্যা মামলার আসামি গ্রেফতার

মেহেরপুরের গাংনীতে কৃষক জগত আলী হত্যা মামলার ১ নং আসামি গাফফার বিশ্বাসকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ

গাংনীতে হত্যা মামলার আসামি গ্রেফতার
গাংনীতে হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রথম নিউজ, মেহেরপুর : মেহেরপুরের গাংনীতে কৃষক জগত আলী হত্যা মামলার ১ নং আসামি গাফফার বিশ্বাসকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে গাংনী উপজেলার হেমায়েতপুর বাজার থেকে গাংনী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত গাফফার বিশ্বাস গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামের মৃত আব্দুল রহমানের ছেলে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজ্জাক জানান, দীর্ঘদিন ধরে জগত আলী ও গাফফার বিশ্বাস এর মধ্যে জমি জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত ৩০ অক্টোবর ২০২২ ফজরের নামাজ শেষে জগত আলী তার জমিতে কৃষি কাজের জন্য যান। সুযোগ বুঝে গাফফার বিশ্বাস ও তার লোকজন নিড়ানি (কৃষি কাজে ব্যবহৃত যন্ত্র) দিয়া আঘাত করে। এ সময় ঘটনাস্থলেই নিহত হন জগত আলীর। পরের পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ কর। ময়না তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর হত্যাকান্ডের তথ্য নিশ্চিত হয় পুলিশ। হত্যাকান্ডের পর থেকেই গাফফার বিশ্বাস সহ অন্য আসামীরা পলাতক ছিল। জগত আলীর স্ত্রী হালিমা খাতুন গত ২ নভেম্বর বাদী মামলা দায়ের করেন। মামলার অপর আসামী জুব্বার(৩৫) মো: ফেরাজুল (৪০)সহ অজ্ঞাত ২ জন পালাতক আছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: