গাজীপুরে কারখানা বন্ধের ঘোষণায় শ্রমিকদের বিক্ষোভ
পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করেন

প্রথম নিউজ,গাজীপুর: গাজীপুর মহানগরের গাছা থানা এলাকায় কারখানা বন্ধের নোটিশে শ্রমিকরা বিক্ষোভ করেছেন। পরে পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করেন। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মহানগরের গাছা থানা এলাকার নাসা গ্রুপের লিজ কমপ্লেক্সের শ্রমিকরা বিক্ষোভ করেন।
কারখানার শ্রমিক শেখ সজিব, সাজ্জাদ, রফিক, আমিনুল জানান, গত ২৬ জানুয়ারি কারখানায় আগুনের ঘটনা ঘটে। এতে শ্রমিকরা আতঙ্কিত হয়ে কারখানা থেকে বের হয়ে কম্পাউন্ডে অবস্থান নেন। এ সময় কারখানার নির্বাহী পরিচালক মোশারফ হোসেন ও নিরাপত্তাপ্রধান শ্রমিকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে কারখানায় কাজে যোগ দিতে বলেন।
একপর্যায়ে নির্বাহী পরিচালকের নির্দেশনা না মেনে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে কারখানা থেকে বের হয়ে যান। পরদিন কারখানায় কাজে যোগ দিতে এলে শ্রমিকদের কাজে যোগদানের কোনো নির্দেশনা না দিলে বিকেলে শ্রমিকরা বাড়ি ফিরে যান।
শুক্রবার সাপ্তাহিক ছুটি শেষে শনিবার কাজে যোগ দিতে এসে কারখানায় প্রধান ফটকে কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ গিয়ে তাদর লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।
কারখানা পরিচালক গাজী মোহাম্মদ জাবেরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানায়, কারখানার শ্রমিকরা নির্দেশনা অমান্য করে কাজ বন্ধ রেখেছে এবং আশরাফ নামের এক কর্মকর্তাকে মারধর করেছে। এ ছাড়া কম্পিউটার, সিসি ক্যামেরা, ল্যাপটপ ও কারখানার ফ্লোরের আসবাবপত্র ভাঙচুর করেছে। এসব কারণে ২০০৬ সালের শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী শনিবার থেকে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বিজ্ঞপ্তিতে শ্রমিকদের বিরুদ্ধে ১৫ লাখ টাকা চুরির অভিযোগ আনা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, কারখানাটি বন্ধ করে দেওয়ায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে গেলে পুলিশ লাঠিপেটা করে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: