গাছ কাটার অভিযোগে কাউন্সিলর আটক
বুধবার (১২ অক্টোবর) রাতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।
প্রথম নিউজ, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও শহরের একটি বড় মেহগনি গাছ রাতের আঁধারে কেটে ফেলার অভিযোগে পৌর কাউন্সিলর জামিরুল ইসলামকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ অক্টোবর) রাতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।
সদর থানার ওসি জানান, শনিবার (৮ অক্টোবর) রাতে শহরের জাগরণী ক্লাব পুকুর পাড়ের একটি মেহগনি গাছ কেটে ফেলা হয়। পরদিন এলাকাবাসী গাছটি দেখে থানায় খবর দেন। পরে বন বিভাগ গাছটি জব্দ করে। এ নিয়ে পৌরসভার ইঞ্জিনিয়ার বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেন। তারই পরিপ্রেক্ষিতে বুধবার বিকালে কাউন্সিলর জামিরুলকে আটক করা হয়।
পৌরসভার প্যানেল মেয়র কাইয়ুম চৌধুরী জানান, তারা পৌরসভার পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন। সেটার ভিত্তিতে ওই কাউন্সিলরকে আটক করা হয়েছে। তারাও বিষয়টি তদন্ত করে দেখছেন বলে জানান প্যানেল মেয়র।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews