কর্ণফুলীতে ট্রলার ডুবে ৭ জন নিখোঁজ
নিখোঁজরা হলেন- ট্রলারের স্কিপার ফারুক বিন আব্দুল্লাহ, সেকেন্ড ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, চিফ অফিসার মো. সাইফুল ইসলাম, গ্রিজার প্রদীপ চৌধুরী, ফিশ মাস্টার মো. জহির উদ্দিন, ডক সদস্য রহমত মিয়া।
প্রথম নিউজ, চট্রগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী নদীর ইছানগর এলাকায় এফভি মাগফেরাত নামে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে । এ ঘটনায় এখন পর্যন্ত সাতজন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত একটা দিকে কর্ণফুলী নদীর সি-রিসোর্স ডকইয়ার্ড ঘাট এলাকায় ট্রলারটি ডুবে যায়।
নিখোঁজরা হলেন- ট্রলারের স্কিপার ফারুক বিন আব্দুল্লাহ, সেকেন্ড ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, চিফ অফিসার মো. সাইফুল ইসলাম, গ্রিজার প্রদীপ চৌধুরী, ফিশ মাস্টার মো. জহির উদ্দিন, ডক সদস্য রহমত মিয়া। আরেকজনের নাম জানা যায়নি।
বুধবার সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, র্যাঙ্কন কোম্পানির মালিকানাধীন এফভি মাগফেরাত নামের ফিশিং ট্রলারটি সি-রিসোর্স ডকে মেরামতের জন্য ওঠানোর সময় প্রপেলার (পাখা) খুলে গেলে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে নোঙর করে রাখা অন্যান্য ফিশিং বোট ও বয়ার সঙ্গে ধাক্কা লেগে কাত হয়ে ডুবে যায়।
তিনি আরও বলেন, ডুবে যাওয়া ব্যক্তিদের উদ্ধারে আজ সারাদিন কাজ করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডুবুরি দল স্রোতের কারণে কাজ করতে পারেনি। এ ছাড়া বন্দর কর্তৃপক্ষও উদ্ধার অভিযানে সহযোগিতা করেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews