গাইবান্ধা থেকে অপহৃত ছাত্রী চট্টগ্রামে উদ্ধার, তরুণ গ্রেপ্তার

কর্ণফুলী ইপিজেড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরণের ঘটনায় জড়িত মো. শাকিল মিয়া (২২) নামে এক তরুণকে গ্রেপ্তার হয়।

গাইবান্ধা থেকে অপহৃত ছাত্রী চট্টগ্রামে উদ্ধার, তরুণ গ্রেপ্তার

প্রথম নিউজ, চট্রগ্রাম: গাইবান্ধার পলাশবাড়ী থেকে অপহৃত দশম শ্রেণির এক ছাত্রীকে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে থানার কর্ণফুলী ইপিজেড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরণের ঘটনায় জড়িত মো. শাকিল মিয়া (২২) নামে এক তরুণকে গ্রেপ্তার হয়। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকায়। তার বাবার নাম মো. মজিদুল মিয়া।

র‍্যাব জানায়, ভুক্তভোগী ছাত্রী পরিবারের সঙ্গে গাইবান্ধার পলাশবাড়ী এলাকায় থাকত এবং স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ালেখা করত। অভিযুক্ত শাকিল প্রায়ই তাকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করত। বিষয়টি পরিবারকে জানালে ওই ছাত্রীর বাবা শাকিলকে বকাঝকা করেন। এতে ক্ষিপ্ত হয়ে শাকিল গত ২৮ মে ভুক্তভোগী ছাত্রীকে কোচিং থেকে ফেরার পথে অপহরণ করে।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে পলাশবাড়ী থানায় শাকিলসহ পাঁচ জনের নাম উল্লেখ নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার পর আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালায় র‍্যাব। একপর্যায়ে গত সোমবার শাকিলের অবস্থান চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা এলাকায় শনাক্ত করা হয়। এরপর ওই দিন বিকেলে থানার কর্ণফুলী ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করা হয়।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল অপহরণের বিষয়টি স্বীকার করেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom