খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর
আজ বুধবার দুপুর ১টা ১০ মিনিটে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।
প্রথম নিউজ, ঢাকা: এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আজ বুধবার দুপুর ১টা ১০ মিনিটে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।
বুধবার দুপুরে তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা.এজেডএম জাহিদ হোসেন একথা জানান। তিনি বলেন, মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারসহ কার্ডিওলিজস্টরা চিকিৎসকরা সিসিইউতে ম্যাডামকে দে্খেছেন। তারপর উনারা সিদ্ধান্ত নি্য়েছেন যে, ম্যাডামকে কেবিনে রেখে পরবর্তি ফলোআপগুলো করা হবে। সেজন্য হাসপাতালের সিসিইউর যে সমস্ত সুযোগ-সুবিধা আছে সেগুলো কেবিনে সেট করে দুপুরে ম্যাডামকে কিছুক্ষন আগে কেবিনে শিফট করা হয়েছে। কেবিন থেকে উনাকে অবজারভ করা হবে, মনিটরিং করা হবে। তার অবস্থার ওপর ভিত্তি করে মেডিকেল বোর্ড পরবর্তি সিদ্ধান্ত নেবেন।
জাহিদ জানান, মেডিকেল বোর্ড বিকাল ৫টায় আবার বসবেন। ৭৬ বছর বয়সী বেগম খালেদা জিয়া বুকে ব্যথা নিয়ে শুক্রবার গভীর রাতে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরিবার এনজিওগ্রাম করে তার হৃদযন্ত্রে একটি স্টেন্ট পরানো হয়। একটি অপসারণ করা হলেও বেগম খালেদা জিয়ার হৃদপিন্ডে আরো দুইটি ব্লক ধরা পড়ার কথাও চিকিৎসকরা জানিয়েছেন।
অধ্যাপক জাহিদ বলেন, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের মেডিকেল বোর্ড তার চিকিতসা কার্যক্রম দেখছেন।
গত ১১ জুন গভীর রাতে হৃদরোগের সমস্যায় হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। পরে সকালে তার এনজিওগ্রাম করে হার্টে ব্লক ধরা পড়লে রিং বসানো হয়। বর্তমানে এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া।এর আগেও করোনায় আক্রান্ত হয়ে সাবেক এই প্রধানমন্ত্রী দুই দফায় অনেক দিন এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews