ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপলো ওডেসা ও ডনেস্ক, নিহত ৬

ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপলো ওডেসা ও ডনেস্ক, নিহত ৬

প্রথম নিউজ, ডেস্ক : ইউক্রেনের কৃষ্ণসাগর তীরবর্তী বন্দরনগরী ওডেসা ও পূর্বাঞ্চলীয় ডনেস্কের আবাসিক এলাকায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বুধবার (১৪ জুন) ইউক্রেনের সামরিক বাহিনী এমন দাবি করেছে। খবর রয়টার্সের।

নিহতদের মধ্যে ৩ জন ওডেসায় এবং ৩ জন ডনেস্কে মারা যান। সামরিক বাহিনী জানিয়েছে, ‘ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকাদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে। মৃত্যু আরও বাড়তে পারে।’


টেলিগ্রামে ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে, ‘হামলার ফলে শিক্ষা, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বেসামরিক ভবনসহ আরও বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।’


কিয়েভের দাবি, দুই অঞ্চল মিলিয়ে ৩টি ক্ষেপণাস্ত্র ও ৯টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এর মধ্যে ওডেসা শহরে ৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে ২টি প্রতিহত করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

এ বিষয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাশিয়ার। ইউক্রেন যুদ্ধে বেসামরিক অঞ্চলে হামলার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে মস্কো। সূত্র: রয়টার্স