কিশোরগঞ্জে গণ-অধিকার পরিষদের মিছিলে পুলিশের বাধা
শুক্রবার বিকালে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে শহরের পুরানথানা এলাকার ইসলামিয়া সুপার মার্কেট চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রথম নিউজ, কিশোরগঞ্জে : বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। শুক্রবার বিকালে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে শহরের পুরানথানা এলাকার ইসলামিয়া সুপার মার্কেট চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। তবে সমাবেশ শেষে মিছিল করতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ কর্মসূচির ব্যানার কেড়ে নেয়ার চেষ্টা করে। এরপরও মিছিলটি এগিয়ে গেলে পুলিশ টিনপট্টি এলাকায় গিয়ে পুনরায় বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মুখলেছুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ল আবু হানিফ। এতে অন্যদের মধ্যে কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খান, যুব অধিকার পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক ইমতিয়াজ আহমেদ কাজল, অভি চৌধুরী, সাখাওয়াত হোসেন, যুগ্ম সদস্য সচিব ইকরাম হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমন খান, ছাত্রনেতা মারুফ, রিপন মিয়া, গণনেতা হুমায়ূন, কটিয়াদী উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক সৈয়দ আলী উজ্জামান মহসিন, পাকুন্দিয়া উপজেলা আহবায়ক শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: