কর্নাটকে নাবালিকার যৌন নিগ্রহে গ্রেপ্তার ধর্মগুরু

দুই নাবালিকাকে যৌন নিগ্রহে অভিযুক লিঙ্গায়ত দ্রষ্টা শিবমূর্তি মুরুগা শারানারুকে গ্রেপ্তার করল কর্নাটক পুলিশ।

কর্নাটকে নাবালিকার যৌন নিগ্রহে গ্রেপ্তার ধর্মগুরু
কর্নাটকে নাবালিকার যৌন নিগ্রহে গ্রেপ্তার ধর্মগুরু

প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: দুই নাবালিকাকে যৌন নিগ্রহে অভিযুক লিঙ্গায়ত দ্রষ্টা শিবমূর্তি মুরুগা শারানারুকে গ্রেপ্তার করল কর্নাটক পুলিশ। আপাতত ১৪ দিনের আইনি হেফাজতের থাকবেন ধর্মগুরু। আজ (৩ সেপ্টেম্বর) চিত্রদুর্গা আদালতে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। শিবমূর্তি ছাড়াও এই কাণ্ডে অভিযুক্ত আরও পাঁচজন। তাদের মধ্যে লিঙ্গায়ত মঠ পরিচালিত স্কুলের প্রধান ওয়ার্ডেনকে আগেই আটক করা হয়েছিল। এই মামলায় সেটাই প্রথম শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল কর্নাটক পুলিশ। দুই নাবালিকার অভিযোগের ভিত্তিতে শারানারুর বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিল মাইসোর পুলিশ। তাঁকে পকসো আইনে আটক করা হয়। অভিযোগ, মঠ পরিচালিত স্কুলে ১৫ এবং ১৬ বছরের দুই নাবালিকাকে সাড়ে তিন বছর যৌন নিগ্রহ করে চলেছেন দ্রষ্টা। এদিকে ধর্মগুরুর দাবি, তাঁর বিরুদ্ধে এই অভিযোগ বহুদিনের ষড়যন্ত্রের ফলে। গতকালই লিঙ্গায়ত দ্রষ্টার নামে লুক আউট নোটিস জারি করে কর্নাটক পুলিশ। লুক আউট নোটিস জারি হওয়া মানে পলাতক কিংবা তদন্তকারী সংস্থা খুঁজছে এমন ব্যক্তি দেশের বাইরে বেরতে পারবে না। ধর্মগুরুর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে সতর্ক করে দেওয়া হয়েছে দেশের প্রতিটি বিমানবন্দর এবং নৌ বন্দরে। প্রসঙ্গত, লিঙ্গায়ত সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু এই শিবমূর্তি মুরুগা শারানারু।

 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom