কমলাপুরে বাসের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত

প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর মতিঝিল থানাধীন কমলাপুর এলাকায় বাসের ধাক্কায় রুহুল আমিন শেখ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের নিরাপত্তাকর্মী ছিলেন।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর ১টার দিকে কমলাপুরে বিআরটিসির ৬ নম্বর কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে দুপুর পৌনে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সালেহ শাহিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতাালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তি গাজীপুরের শ্রীপুর উপজেলার নান্দাসাগর এলাকার মেহের আলী শেখের সন্তান। বর্তমানে সবুজবাগের পূর্ব বসাবো এলাকায় থাকতেন। এ ঘটনায় ঘাতক বাসটি থানায় এনে জব্দ করা করা হয়েছে বলে জানান এসআই আবু সালেহ শাহিন।