কেন এক বছর মাংস খাননি শ্রীলেখা
পশ্চিমবঙ্গের নায়িকা শ্রীলেখার অসংখ্য ভক্ত
প্রথম নিউজ, ডেস্ক : পশ্চিমবঙ্গের নায়িকা শ্রীলেখার অসংখ্য ভক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকতে পছন্দ করেন। জড়ান বিতর্কেও। এগুলো সহজভাবেই নেন তিনি।
সদ্য সামলে উঠেছেন অস্ত্রোপচার। একটি চোখেই আপাতত শুরু করেছেন লেখালেখি। তার মধ্যেই বৃহস্পতিবার নিজের নতুন সোশ্যাল মিডিয়া পোস্টে অভিনেত্রী শ্রীলেখা শেয়ার করলেন যেখানে তিনি জানালেন 'এটাই বোধহয় তার আধ্যাত্মিক জীবনের সূচনা'।
তবে সংসারের মায়া ত্যাগ করেননি শ্রীলেখা। তবে ঠিক এক বছর আগে শ্রীলেখা সিদ্ধান্ত নেন কোনো ধরণের মাংস না খাওয়ার। দিন কয়েক আগে সেই বর্ষপূর্তির কথাই তিনি জানান।
শ্রীলেখা জানান, অবলা চারপেয়ে সন্তানদের প্রতি অগাধ ভালবাসা থেকেই গত বছর আজকের দিনে মাংস খাওয়া ছাড়েন তিনি এবং এক বছর ধরে নিজের সিদ্ধান্তে অনড়ও থাকতে পেরেছেন । তাই তার মনে হচ্ছে তিনি আধ্যাত্মিক জীবনের জন্য প্রস্তুত।
তবে তার এই গল্পে যে একটা ছোট্ট ট্যুইস্টও আছে. সে কথাও এদিন লেখেন তিনি।
অকপটে তিনি স্বীকার করেন, মাংস খাওয়া থেকে বিরত থাকলেও ইলিশ মাছ খাওয়া তিনি বন্ধ করতে পারেন নি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews