কক্সবাজারে খাল থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

 কক্সবাজারে খাল থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রথম নিউজ, কক্সবাজার : কক্সবাজারের পেকুয়ার কাঁটাফাড়ী খাল থেকে আনোয়ার হোসেন (২১) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ মে) দুপুরে কাটাফাঁড়ি খালের জালিয়াখালী নাশির ঝোরা নামক স্থান থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আনোয়ার হোসেন পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎ ঘোনা এলাকার আকতার হোসেনের ছেলে। তার পাঁচ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

নিহতের ভাই দেলওয়ার হোসেন জাগো নিউজকে বলেন, তিন দিন আগে আনোয়ার লবণবাহী কার্গো বোটে শ্রমিক হিসেবে জালিয়াখালি নাশির ঝোরায় এলাকায় যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে নৌকা নিয়ে খালের দুই পাশে খুঁজতে বের হই আমরা। বেলা ১১টায় তাকে ভাসমান অবস্থায় দেখতে পাই। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস জানান, খাল থেকে ভাসমান অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি লবণ বহনকারী বোটের শ্রমিক। ময়নাতদন্তের জন্য তার মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে সুরতহাল করতে গিয়ে মনে হয়েছে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।