ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুর
![ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুর](https://prothom.news/uploads/images/2025/02/image_750x_67a487f6a1cf8.jpg)
প্রথম নিউজ, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বিক্ষুব্ধ জনতা ওবায়দুল কাদের বাড়িতে হামলা-ভাঙচুর শুরু করে। ইতিমধ্যে বাড়িটিতে আগুনও দেয়া হয়েছে। আগুনে একটি গাড়ি পুড়ে গেছে।
গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্য প্রচারকে ঘিরে ভাঙচুরের মুখে পড়ে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি। একই সঙ্গে শেখ হাসিনার বাসভবন সুধা সদনসহ আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, হাসানাত আব্দুল্লাহ ও মাহবুবুল আলম হানিফসহ বেশ কয়েকজন নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটে।
এর আগে গতকাল বুধবার রাতে আওয়ামী লীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হয়। পলাতক অবস্থায় তার এই বক্তব্য প্রচারকে ঘিরে ক্ষোভ ছড়িয়ে পড়ে শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়াদের মাঝে। দিনেই ঘোষণা দেয়া হয় শেখ হাসিনার বক্তব্য প্রচারের সময় ধানমন্ডির ৩২-এর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হবে। রাত আটটার দিকে দলে দলে শিক্ষার্থী ও বিক্ষুব্ধ মানুষ ধানমন্ডি ৩২-এর দিকে যেতে থাকেন। ফটক ভেঙে শিক্ষার্থী ও জনতা ভবনের ভেতরে প্রবেশ করেন। তাদের কেউ কেউ হাতে থাকা লাঠি ও ভারি বস্তু দিয়ে স্থাপনার বিভিন্ন অংশে ভাঙচুর করেন। বুলডোজার এনে বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।
পরে আজ বৃহস্পতিবার সকালেও ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা হয়। ভবনটির ভেতর থেকে বই, স্টিল, লোহা, টিন ও কাঠসহ বিভিন্ন জিনিস ভেঙে নিয়ে যাচ্ছেন অনেকে।