অভিনেত্রী শাওন গ্রেপ্তার
প্রথম নিউজ, অনলাইন: অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজধানীর ধানমণ্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের সদ্যরা। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে মেহের আফরোজ শাওনকে ধানমণ্ডি এলাকা থেকে আজ রাতে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বর্তমানে তাকে ডিবি কার্যালয় রাখা হয়েছে। আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে পাঠানো হবে। একই সঙ্গে অধিক জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে আদালতে রিমান্ড চাওয়া হবে।
এ বিষয়ে ডিএমপি'র মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) জাহাঙ্গীর কবির বলেন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য মেহের আফরোজ শাওনকে তার নিজ বাসা থেকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।