ইন্দিরা গান্ধীর রূপে কঙ্গনা রানাউত
ভারতের বিশিষ্ট অভিনেত্রী কঙ্গনা রানাউত তাঁর ইমার্জেন্সি ছবির ফার্স্ট লুক প্রকাশ করলেন।
প্রথম নিউজ, ডেস্ক: সেই কাঁচা পাকা চুল। ফেরতা দেওয়া শাড়ি পরনে। ভারতের বিশিষ্ট অভিনেত্রী কঙ্গনা রানাউত তাঁর ইমার্জেন্সি ছবির ফার্স্ট লুক প্রকাশ করলেন। কে বলবে ইনি ইন্দিরা গান্ধী নন? অস্কার বিজেতা মেকআপ আর্টিস্ট ডেভিড মাকউনস্কি কঙ্গনার মেকআপ করিয়েছেন। মেকআপে আনতে হয়েছে চেহারার সাদৃশ্যর সঙ্গে সেই অসাধারণ চারিত্রিক বৈশিষ্ট্যও। কঙ্গনা নিজেই এই ছবির পরিচালক, প্রযোজক ৷ মণিকর্নিকা ফিল্মস এর ব্যানারে ছবিটি নির্মিত হচ্ছে। ফার্স্ট লুকে দেখা যাচ্ছে এক সরকারি আমলা একটি হলঘরে দাঁড়িয়ে বলছেন, মার্কন প্রেসিডেন্ট এর সচিব জানতে চাইছেন যে তাঁরা তাঁকে ম্যাডাম সম্বোধন করতে পারে কিনা ৷ চিবুকে হাত দিয়ে ইন্দিরা থুড়ি কঙ্গনা উত্তর দেন - ওঁদের বলে দাও যে আমার দফতরে সবাই আমাকে স্যার বলে সম্বোধন করে, এই ছবিতে কঙ্গনা ইন্দিরা গান্ধীকে কার্যত বিশ্লেষণ করেছেন ৷ ছবির গল্প লিখেছেন রিতেশ শাহ ৷ ছবিটির শুটিং শুরু হয়েছে ৷ তবে, অচিরেই যে ছবিটিকে কেন্দ্র করে রাজনৈতিক চাপান উতর শুরু হবে তা বলে দেওয়ার অপেক্ষা রাখে না ৷
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews