ইউরোপের সবচেয়ে বড় গ্যাস স্টোরেজ তুরস্কে
তুরস্কের ইস্তাম্বুলে উদ্বোধন করা হলো ইউরোপের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস স্টোরেজ

প্রথম নিউজ, ডেস্ক : তুরস্কের ইস্তাম্বুলে উদ্বোধন করা হলো ইউরোপের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস স্টোরেজ। এই স্টোরেজের ধারণক্ষমতা ৪.৬ বিলিয়ন কিউবিক মিটার।
তুরস্কের প্রেসিডেন্টে রিসেপ তাইয়েপ এরদোগান এর উদ্বোধন করেছেন।
উদ্বোধনকালে এরদোগান বলেন, 'ইস্তাম্বুলের জনগণের জন্য প্রয়োজনীয় এক বছরের জন্য গ্যাস ধারণের সক্ষমতা আছে এই স্টোরেজের।'
দেশটির প্রাকৃতিক সম্পদ ও জ্বালানিমন্ত্রী জানান, 'তুরস্কে সাতটি আন্তর্জাতিক গ্যাস লাইন এবং দুটি গ্যাস স্টোরেজ রয়েছে। এর সংখ্যা আরও বাড়ানোর জন্য কাজ করছে সরকার। বিভিন্ন মিত্র দেশের সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে। দ্রুত রোডম্যাপ প্রকাশ করা হবে।'
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews