আ. লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি
সোমবার গণভবনে দলের সভাপতিমণ্ডলীর বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রথম নিউজ, ঢাকা: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার গণভবনে দলের সভাপতিমণ্ডলীর বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া সভাপতিমণ্ডলীর দুটি পদ, সম্পাদক ও উপ সম্পাদকের একটি করে পদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ২৮টি সদস্যপদ পূর্ণাঙ্গ করার দায়িত্ব দলীয় সভাপতি শেখ হাসিনাকে দেওয়া হয়েছে বৈঠকে।
এর আগে গত শনিবার আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশমবারের মতো দলের সভাপতি এবং ওবায়দুল কাদের তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews