আড়াইহাজারে গ্যাস বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু
প্রথম নিউজ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে বহুতল ভবনে অবৈধ গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের চারজন অগ্নিদগ্ধ হয়। তাদের মধ্যে জাতীয় শেখ হাসিনা বার্ণ ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় সানজিদা নামে এক নারী মারা গেছেন।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে আড়াইহাজার থানাধীন আড়াইহাজার পৌরসভার দিঘিরপাড় কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে বার্ণ ইউনিটে ওই মৃত্যুর বিষয়টি নিশ্চত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া।
বাকি দগ্ধরা হলেন- সোহাগ (৩৫), চায়না (৩০), নিপা (৩৫)।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক ফখরুদ্দিন জানান, দিঘিরপাড় এলাকার সফর আলী ভূইয়া কলেজের পূর্ব পাশে ছানাউল্লা মিয়ার বাড়ির ৪র্থ তলার পশ্চিম পাশের ফ্ল্যাটে থাকা অবৈধ গ্যাস লাইন থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ফ্ল্যাটে থাকা চারজন আহত হন। এর মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের উদ্ধার করে প্রথমে আরাইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শেখ হাসিনা জাতীয় বার্ন ইন্সটিটিউটে প্রেরণ করেন।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিস্ফোরণের ঘটনায় সানজিদা (৩৯) নামে এক দগ্ধ নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।