আসামে বন্যা, ক্ষতিগ্রস্ত ৩৪ হাজার মানুষ

ব্রহ্মপুত্র নদসহ প্রায় সব নদীর পানি বেড়েছে।

আসামে বন্যা, ক্ষতিগ্রস্ত ৩৪ হাজার মানুষ

প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: গত কয়েকদিনের টানা ও অতিবৃষ্টিতে ভারতের আসাম রাজ্যে বন্যা দেখা দিয়েছে। অবিরাম বৃষ্টির কারণে প্রতিদিন রাজ্যের ১১টি বিভাগের নতুন নতুন অঞ্চল প্লাবিত হচ্ছে। এখন পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩৪ হাজারের বেশি মানুষ।

ব্রহ্মপুত্র নদসহ প্রায় সব নদীর পানি বেড়েছে। তবে নদীর পানি এখনো কোথাও বিপদসীমা অতিক্রম করেনি। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএসডিএমএ) বন্যা সংক্রান্ত সর্বশেষ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।

বন্যায় যে ৩৪ হাজার জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ১৪ হাজার ৬৭৫ জন হলেন নারী। আর শিশু রয়েছে ৩ হাজার ৭৮৭ জন। এখন পর্যন্ত বন্যায় আক্রান্ত হয়েছে বিশ্বনাথ, দারাং, ধিমাজি, দিব্রুগড়, লক্ষীপুর, তামুলপুর এবং উদালগুড়ি।

এরমধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে লক্ষীপুরের বাসিন্দাদের ওপর। এখানে বন্যার কবলে পড়েছেন ২৩ হাজার ৫১৬ জন মানুষ। দিব্রুগড়ে ৩ হাজার ৮৫৭, বিশ্বনাথে ২ হাজার ২৩১ জন এবং ধিমাজিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৫ জন। তাদের সহায়তায় বিভিন্ন জায়গায় সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।

আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় সবমিলিয়ে ৭৭টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া ২০৯ দশমিক ৬১ একর জমির ফসল নষ্ট হয়ে গেছে। বন্যার পানির স্রোতে চারটি বাঁধ ভেঙে গেছে। অতিবৃষ্টিতে দিমা হাসাও এবং কামরূপ বিভাগের কয়েকটি জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে।