আশুলিয়ায় জামায়াতের ২২ নেতাকর্মী আটক
শুক্রবার রাতে আশুলিয়ার পল্লিবিদ্যুৎ এলাকার ফুড প্লানেট রেস্টুরেন্টে গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয়।
প্রথম নিউজ, সাভার : আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় একটি রেস্টুরেন্টে গোপন বৈঠক করার সময় জামায়াত নেতাকর্মী সন্দেহে ২২ জনকে আটক করেছে পুলিশ। যাছাই-বাছাই শেষে নাশকতার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। শুক্রবার রাতে আশুলিয়ার পল্লিবিদ্যুৎ এলাকার ফুড প্লানেট রেস্টুরেন্টে গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয়।
তারা হলেন- আশুলিয়ার নয়ারহাটের ঘুঘুদিয়া এলাকার আরমান হোসেন (৩৭), পলাশবাড়ী বটতলা এলাকার মানিক (৩৪), চাঁদপুরের ফরিদগঞ্জের আনোয়ার (২৯), একই জেলার মতলব উত্তর থানার সিকিরচর গ্রামের আবুল কালাম আজাদ (৫৩), রাজবাড়ী জেলার পাংশা থানার জিল্লুর রহমান (৪৫), নাটোরের বাগাতিপাড়ার আশিকুর রহমান (৪০), জামালপুর মেলান্দহ থানার ঢালুখাঁবাড়ী চরপাড়ার আব্দুর রাজ্জাক (৫০), টাঙ্গাইলের নাগরপুরে রফিকুল ইসলাম (৪২), একই জেলার মির্জাপুর থানার আব্দুল কাদের (৬০), সিরাজগঞ্জ সদর থানার শিলদাহ গ্রামের আমিনুল ইসলাম (৩৩), চৌহালী থানার চৌবাড়িয়া গ্রামের জাহিদ হাসান (৪১), মাদারীপুর জেলার শিবচরের জলিল খান (৪২), লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার ছেলে সোহেল রানা (২৮), একই গ্রামের তৈয়ব উল্লাহ (৪৭), বগুড়ার ধুনটের আব্দুল করিম (২৯), নীলফামারীর ডোমার থানার নুরনবী (৩৮), ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার মোজাম্মেল হক (৪০), দিনাজপুর জেলার কোতোয়ালি থানার মিরাজ হোসেন (৩৪), বরিশালের মুলাদির মো. হাসান (৩৫), বরিশাল সদরের চরকালামতি এলাকার ছেলে জসিমউদ্দীন (৪০) ও মেহেরপুরের গাংগী থানার সাহেবনগর গ্রামের আবুল বাশার (৪৩)।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জামায়াতে ইসলামীর গোপন বৈঠকের সময় বেশকিছু নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটকদের যাচাই-বাছাই চলছে। নাশকতার পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।