আর কোনো নিষেধাজ্ঞার আশঙ্কা করে না বাংলাদেশ- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আর কোনো নিষেধাজ্ঞার আশঙ্কা করে না বাংলাদেশ- পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আর কোনো নিষেধাজ্ঞার আশঙ্কা করে না বাংলাদেশ- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম নিউজ, অনলাইন ডেস্কমার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে আর কোনো স্যাংশন বা নিষেধাজ্ঞা দিবে না বলে আশা করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসের আগে নতুন নিষেধাজ্ঞা জারির আশঙ্কা নাকচ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গতকাল নিজ দপ্তরে সংবাদ ব্রিফিংয়ে বলেন, আশা করি বাংলাদেশের ওপর আর কোনো নতুন নিষেধাজ্ঞা জারি করছে না যুক্তরাষ্ট্র। ১০ই ডিসেম্বরকে টার্গেট করে বিএনপি যে কর্মসূচি দিয়েছে তা ‘পরিকল্পিত’ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, গত বছরের ওইদিনে মার্কিন প্রশাসন র‌্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল। সামনের দিনে বিএনপি’র লবিস্টরা আরও নিষেধাজ্ঞা পাইয়ে দিতে ১০ই ডিসেম্বর সমাবেশ করার পরামর্শ দিয়েছে এবং তারা তা-ই করছে। মানবাধিকারর লঙ্ঘনের অভিযোগ তুলে ২০২১ সালের ১০ই ডিসেম্বর বাংলাদেশের এলিট ফোর্স র‌্যাব এবং এর ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন স্টেট এবং ট্রেজারি ডিপার্টমেন্ট। ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারে গত এক বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেন-দরবার করছে বাংলাদেশ সরকার। এ নিয়ে বাইডেন প্রশাসনের সঙ্গে সিরিজ বৈঠক হয়েছে সরকারের প্রতিনিধি এবং পেশাদার কূটনীতিকদের। প্রত্যাহার সম্ভব না হলে অন্তত প্রতিষ্ঠান হিসেবে র‌্যাবের ওপর থেকে তা খানিকটা শিথিল করার অনুরোধ করেছে ঢাকা। কেবল সরকারের প্রতিনিধি বা পেশাদার কূটনীতিকদের চেষ্টাই নয়, দেশব্যাপী ব্যায় সংকোচনের নির্দেশনা কঠোরভাবে কার্যকর হলেও ডলার খরচ করে নিষেধাজ্ঞা তুলতে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করা হয়েছে। কিন্তু এক বছরে তেমন অগ্রগতি হয়নি। 

এ বিষয়ে উষ্মা প্রকাশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গতকাল বলেন, আমরা চেষ্টার কোনো ত্রুটি করিনি। কিন্তু কার উপর কী কারণে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, অর্থাৎ কার বিরুদ্ধে কী অভিযোগ তা জানাতেই মার্কিন প্রশাসন বছর পার করে দিয়েছে। বিএনপি পাল্টা লবিষ্ট নিয়োগ করে নতুন নিষেধাজ্ঞা জারির চেষ্টা করছে দাবি করে প্রতিমন্ত্রী খোলাসা করে বলেন, তাদের অপচেষ্টা সফল হবে না। নিষেধাজ্ঞা প্রত্যাহারের আইনি প্রক্রিয়া বেশ দীর্ঘ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আমরা মনে করি যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে এটি প্রত্যাহার করতে পারে। কিন্তু তা হচ্ছে না। এ কারণে আমরা আইনি প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি। এজন্য একটি মামলা করতে হয় জানিয়ে তিনি বলেন, মামলা করতে হলে কার বিরুদ্ধে কী অভিযোগ কেস বাই কেস তা জানতে হবে। অতি সম্প্রতি আমরা তা হাতে পেয়েছি। প্রক্রিয়াটি এতই শ্লথ যে, তথ্যটি আমরা এক বছর পরে পেলাম। প্রতিমন্ত্রী বলেন, বিরোধী রাজনৈতিক দল দেশের মানুষের সমর্থন না পেয়ে বিদেশে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে, দেশের সফল প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে, সন্ত্রাস ও উগ্রবাদ দমনে সবচেয়ে কার্যকর সংস্থা র‌্যাবের বিরুদ্ধে বিশেষত: সংস্থাটির একাধিক কর্মকর্তার বিরুদ্ধে যারা দায়িত্ব পালনে হতাহত হয়েছেন তার বিরুদ্ধে নালিশ করছে। অতি সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে একজন স্কোয়াড্রন লিডার মাদক উদ্ধার করতে গিয়ে নিহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, যেকোনো ফোর্সের মতো র‌্যাবেও যদি কেউ দায়িত্ব সঠিকভাবে পালন না করেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। ৩ শতাধিক র‌্যাব সদস্য গত ৩-৪ বছরে শাস্তির মুখোমুখি হয়েছেন জানিয়ে তিনি বলেন, এই তথ্যগুলি সম্পূর্ণ নতুন। আমাদের কাছে কেউ চায়নি। তবুও আমরা তা প্রকাশ করছি। এ বিষয়ে অগ্রগতির কথা মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শ্যারমেন স্বীকার করেছেন বলে দাবি করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বিদেশে বিএনপি’র বিনিয়োগ এখন অনেক বেশি। সে টাকা তারা কীভাবে দিচ্ছেন, কারা সরবারহ করছেন তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে। কিন্তু আমরা সেটি না করে যতটুকু তথ্য পেয়েছি তা মার্কিন প্রশাসনকে জানাচ্ছি। প্রািতমন্ত্রী বলেন, আমরা আমেরিকাকে জানিয়েছি বিএনপি’র উদ্দেশ্য হলো বাংলাদেশে পলিটিক্যাল গেম। পৃথিবীর কোথাও এমন পার্টি নেই নিজেদের অভ্যন্তরীণ বিষয় বিদেশে বলে। র‌্যাবের ভুল ত্রুটি থাকতে পারে উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, কিন্তু তাদের সফলতাও অনেক রয়েছে। এ রকম একটি প্রতিষ্ঠান যেটা বিএনপি’র সময় প্রতিষ্ঠা হয়েছিল, তাকে ডিফেন্ড করা বা দেশকে নামিয়ে নিয়ে আসার যে অপচেষ্টা, স্বার্থ চরিতার্থ করার জন্য; এটার বিরুদ্ধে দেশেই প্রতিবাদ হচ্ছে। এ অবস্থায় মার্কিন প্রশাসনের তরফে নতুন করে কোনো নিষেধাজ্ঞা জারি করা নায্য  সিদ্ধান্ত হবে না মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, আমরা মনে করি না নতুন করে নিষেধাজ্ঞা  আসবে। কারণ, আমরা এনগেজমেন্ট বাড়িয়েছি। যে তথ্য, যে বিষয়গুলো তারা চাচ্ছিলেন সেগুলো যতটুকু সম্ভব দেয়ার চেষ্টা করছি। প্রতিমন্ত্রী বলেন, খুবই দুঃখজনক যে বিএনপি’র একজন নেতা বলেছেন নতুন করে আরও নিষেধাজ্ঞা আসছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom