আফগানদের বিপক্ষে বাংলাদেশের চিন্তার কিছু নেই: রাজ্জাক
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মঙ্গলবার শারজায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ
প্রথম নিউজ, ডেস্ক : এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মঙ্গলবার শারজায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে চিন্তার বিষয় সাম্প্রতিক সময়ে টাইগারদের টি-টোয়েন্টির পারফর্ম্যান্স, সঙ্গে প্রথম ম্যাচে আফগানিস্তানের দাপুটে জয় তো ভয় ধরিয়ে দিচ্ছেই। যদিও এসব বিষয়কে তেমন আমলে নিচ্ছেন না টাইগারদের নির্বাচক আব্দুর রাজ্জাক। তিনি জানালেন, চিন্তার কোন কিছু নেই, এসব নিয়ে ভাবার সময় নেই।
নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে বিধ্বস্ত করে আফগানরা। ব্যাটিং কিংবা বোলিং কোন বিভাগেই এদিন লঙ্কানদের মাথা তুলে দাঁড়াতে দেননি গুরবাজ-মুজিবরা। এসব নিয়ে ভাবছেন না তিনি। একই সঙ্গে টাইগাররা ভালো করবে বলেই বিশ্বাস এই নির্বাচকের।
রাজ্জাক বলেন, ‘আমি টেনশনের কোন কারণই দেখছি না, এসব নিয়ে আমাদের ভাবার সময় নাই। কারা ভালো করছে, কারা খারাপ করছে সেসব নিয়ে আমরা চিন্তিত নয়। আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলতে চাই মাঠের ক্রিকেটে।’
দীর্ঘ বিরতির পর নতুন করে আবারও টি-টোয়েন্টির দায়িত্বে ফিরেছেন সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডার দলের দায়িত্ব নেওয়ায় দল সঠিক পথেই এগোবে বলে বিশ্বাস রাজ্জাকের।
এই নির্বাচক বলছিলেন, ‘সাকিব টি-টোয়েন্টির সেরা খেলোয়াড়দের মধ্যে একজন, একই সঙ্গে অভিজ্ঞ ক্রিকেটার। অধিনায়ক হিসেবে সাকিব জানে, বোঝে কখন কি করতে হবে। আমি আশা করছি দলকে সে সঠিক পথেই রাখবে।’
দীর্ঘ ৩ বছর পর দলে ডাক পেয়েছেন সাব্বির রহমান, এ ছাড়া শেষ মুহূর্তে দলে যুক্ত হয়েছেন নাঈম শেখ। রয়েছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী এবং মেহেদী মিরাজ। সেক্ষেত্রে প্রথম ম্যাচের একাদশ কেমন হবে জানতে চাইলে রাজ্জাক জানান যোগ্যরাই সুযোগ পাবে দলে।
এ বিষয়ে তিনি বলেন, ‘দেশে বসে সেখানকার কথা বলাটা আসলে কঠিন কাজ। তবে ধারণা করছি সেরা একাদশই মাঠে খেলবে। যেহেতু টি-টোয়েন্টিতে আমাদের নতুনভাবে শুরুর আভাস দেওয়া হয়েছে। টিম ম্যানেজমেন্ট, কোচ, অধিনায়ক সবাই মিলে সিদ্ধান্ত নিয়েই যোগ্যদের দলে রেখে একাদশ সাজাবে।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews