আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা গুলিবিদ্ধ
বুধবার (৩ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার গোডাউন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ,কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সঞ্জয় কুমার প্রামাণিক (৩৫) গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। বুধবার (৩ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার গোডাউন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সঞ্জয় কুমার প্রামাণিক দলীয় সভা শেষ করে কয়েকজনকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে গোডাউন মোড় এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা লোকজন এলোপাতাড়ি গুলি চালায়। এসময় সঞ্জয় কুমার প্রামাণিকের পায়ে গুলি লাগে ও মাথায় মারাত্মক জখম হন। হামলায় বেলাল হোসেন (৩৬) ও শ্যামল সরদার নামে আরও দুজন আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালে চিকিৎসাধীন স্বেচ্ছাসেবকলীগ কর্মী বেলাল হোসেন জানান, রাতে বাড়ি ফেরার সময় সমাজতান্ত্রিক দল (জাসদ) যুবজোটের জেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান শোভনের নেতৃত্বে ৪০-৫০ জন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা সঞ্জয়ের পায়ে গুলিবিদ্ধসহ মাথায় জখম হয়েছেন। হামলার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জাসদ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
হামলার বিষয়ে কথা বলতে জাসদ যুবজোট নেতা মুস্তাফিজুর রহমান শোভনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার মোবাইলটি বন্ধ পাওয়া গেছে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।