আইনজীবীদের বিশ্বকাপে দুই ম্যাচে হেরেও মনোবল হারাননি সুমনরা

আইনজীবীদের ফুটবল বিশ্বকাপে প্রথম ম্যাচে রিপাবলিক অব কঙ্গোর কাছে ৫-০ গোলে হেরেছিল ব্যারিস্টার সুমনসহ বাংলাদেশের আইনজীবীদের ফুটবল টিম

 আইনজীবীদের বিশ্বকাপে দুই ম্যাচে হেরেও মনোবল হারাননি সুমনরা
আইনজীবীদের বিশ্বকাপে দুই ম্যাচে হেরেও মনোবল হারাননি সুমনরা-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : আইনজীবীদের ফুটবল বিশ্বকাপে প্রথম ম্যাচে রিপাবলিক অব কঙ্গোর কাছে ৫-০ গোলে হেরেছিল ব্যারিস্টার সুমনসহ বাংলাদেশের আইনজীবীদের ফুটবল টিম। আর দ্বিতীয় ম্যাচে সোমবার (৯ মে) বিশ্বের ফুটবলের রাজা খ্যাত দেশ ব্রাজিলের কাছেও ৭-০ গোলে পরাজিত হয়েছেন সুমনরা।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় মরক্কোর মারাকেশে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়। বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচেও ধরাশায়ী আইনজীবী সুমনরা।

এদিকে, খেলায় হারলেও মনোবল হারাননি বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

মঙ্গলবার (১০ মে) তিনি জাগো নিউজকে বলেন, ব্রাজিলের মানুষ জন্মগতভাবে ফুটবলার। তাদের দেশের ফুটবল খেলোয়াড় থেকে আইনজীবী হয়। আর আমরা আইনজীবী হওয়ার পর খেলার চেষ্টা করছি। তারপর আমরা নিজেরা উদ্যোগ নিয়ে খেলতে গিয়েছি। কোনো প্রণোদন পাইনি। বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের আইনজীবীদের বিপক্ষে খেলতে পেরেছি এটাই বড় বিষয়। এখানে জয় পরাজয় বড় বিষয় না। এখানে খেলতে এসে অনেক কিছু শিখছি।

এর আগে, গত ৮ মে রাতে আইনজীবীদের ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচে রিপাবলিক অব কঙ্গোর কাছে ৫ গোলে পরাজিত হয় বাংলাদেশের আইনজীবীদের ফুটবল দল।

গত ৭ মে শুরু হয়েছে আইনজীবীদের ২০তম ফুটবল বিশ্বকাপ। বাংলাদেশ আইনজীবী দলের অধিনায়ক সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফের আইন কর্মকর্তা জিল্লুর রহমান লাজুক। সহ-অধিনায়ক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক আব্দুর রাজ্জাক। বর্তমান সিনিয়র সহ-সম্পাদক মাহফুজ বিন ইউসুফ, সহকারী অ্যাটর্নি জেনারেল মাসুদ রানা, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, অ্যাডভোকেট বিপু, ইয়াসিন, আশরাফ, হান্নান, নাজমুল, মনির, আব্দুল্লাহ আল মাহমুদ মাসুদ, অ্যাডভোকেট টিপু, বাবু, স্বপন এ ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন। দলের কোচ হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মাহফুজুর রহমান ও ম্যানেজার ফরহাদ হোসেন নিয়ন।

১৯৮৩ সাল থেকে প্রতি দুই বছর পর পর আইনজীবীদের এই বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়। ৭ মে এবারের আসরের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। ১৫ মে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

২০তম আসরে বাংলাদেশ, ব্রাজিল, চীন, কলম্বিয়া, কোরিয়া, কোস্টারিকা, ফ্রান্স, ইসরায়েল, জাপান, মেক্সিকো, মঙ্গোলিয়া, সেনেগাল, তুরস্ক ও ইউক্রেনসহ মোট ৩৩টি দেশের ৯০টি দল ছয়টি বিভাগে অংশ নিয়েছে।

প্রথমবারের মতো বাংলাদেশ থেকে ২২ সদস্যের একটি দল, যা ‘বাংলাদেশ লইয়ার্স ফুটবল ক্লাব (বিএলএফসি)’ নামে মাস্টার বিভাগে অংশগ্রহণ করছে।

এর আগে গত ৫ মে এই বিশ্বকাপে অংশ নিতে মরক্কোর মারাকেশে যান ব্যারিস্টার সুমনসহ আইনজীবীদের একটি টিম।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom