আইএস প্রধানের মৃত্যুর ঘোষণা, জানালো নতুন নেতার নাম

আইএস প্রধানের মৃত্যুর ঘোষণা, জানালো নতুন নেতার নাম
আইএস প্রধানের মৃত্যুর ঘোষণা, জানালো নতুন নেতার নাম

প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু আল-হাসান আল-হাসমি আল-কুরাইশির মৃত্যুর খবর ঘোষণা করেছে জঙ্গি সংগঠনটি। গত মার্চ মাসে তাকে আইএসের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছিল। বুধবার এক অডিও বার্তায় আল-কুরাইশির মৃত্যুর খবর প্রথমবারের মতো স্বীকার করলো আইএস। তবে কারা তাকে হত্যা করেছে তা স্পষ্ট করে বলা হয়নি ওই বার্তায়। এ খবর দিয়েছে সিএনএন। খবরে জানানো হয়েছে, ওই বার্তায় আইএসের পরবর্তী প্রধানের নামও ঘোষণা করা হয়েছে। আইএসের মুখপাত্র আবু ওমর আল-মুহাজের বলেন, আমি ইসলামিক স্টেটের যোদ্ধা ও আমির আবু আল-হাসান আল-হাশমি আল-কুরাইশির মৃত্যুর খবর নিশ্চিত করছি। তিনি ‘আল্লাহর শত্রুদের’ সঙ্গে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন। তিনি জানান, আবু আল-হুসাইন আল-হুসাইনি আল-কুরাইশি নামে একজনকে আইএসের নতুন প্রধান করা হয়েছে। এই জঙ্গি নেতার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায় না। তবে জঙ্গি সংগঠনটি আল-হুসাইনকে ‘পুরোনো যোদ্ধা’ বলে বর্ণনা করেছে। 

গত ফেব্রুয়ারিতে মার্কিন হামলায় নিহত হন আইএস প্রধান আবু ইব্রাহিম। এরপর মার্চে আইএসের প্রধান হন আবু আল-হাসান। এবার তারও মৃত্যু হলো।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom