অয়ন ওসমানের গুলিতে মারা যান রাকিব, মামলায় শেখ হাসিনাসহ আসামি ৩শ

রোববার রাতে রাকিবের বাবা মোশারফ হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

অয়ন ওসমানের গুলিতে মারা যান রাকিব, মামলায় শেখ হাসিনাসহ আসামি ৩শ

প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় সাবেক এমপি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের গুলিতে গার্মেন্টস শ্রমিক রাকিব হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার রাতে রাকিবের বাবা মোশারফ হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শামীম ওসমান, শ্রমিক লীগ নেতা কাউছার আহমেদ পলাশ, শাহাদাৎ হোসেন সেন্টু, আজমেরী ওসমান, অয়ন ওসমানের নাম উল্লেখ রয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, ২১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ন্যায় দাবি থেকে বিতাড়িত করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র হাতে হামলা করে। ওই সময় ছাত্রদের বিরুদ্ধে হামলায় উপস্থিত থেকে অয়ন ওসমান ছাত্রদের ওপর গুলি করে। তখন অয়ন ওসমানের গুলি মাথায় লেগে রাকিব মারা যায়।

মামলা গ্রহণের সত্যতা নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম।

রাকিবের বাবা মোশারফ হোসেন বলেন, প্রায় ২০ বছর ধরে ফতুল্লার দাপা এলাকায় বরকত মেম্বারের বাড়িতে ভাড়া থাকেন। তার স্ত্রী রাশিদা বেগম অসুস্থ ঘরেই থাকেন। মেয়ে সাথীকে বিয়ে দিয়েছেন। প্রতিবন্ধী ছেলে শাকিল বাড়ির কাছেই একটি হার্ডওয়্যারের দোকানে ৩ হাজার টাকা বেতনে কাজ করেন। ছোট ছেলে রাকিব ফতুল্লার বিসিক শিল্পনগরীতে এএমএস নামে একটি গার্মেন্টসে ১৫ হাজার টাকা বেতনে কাটিং সেকশনে কাজ করতেন। তার বেতনের টাকায় ঘর ভাড়া আর বাজার করা হতো।

রাকিবের মা রাশিদা বেগম বলেন, ২১ জুলাই আমি ও রাকিবের বাবা গ্রামের বাড়ি বরিশাল ছিলাম। সেখান থেকে শুনছি বাড়ির কাছে মাঠে রাকিব ফুটবল খেলছে। দুপুর ১টায়ও এলাকার লোকজন রাকিবকে মাঠে খেলতে দেখেছেন। বিকাল ৩টায় বাড়ির পাশের লোকজনের কাছ থেকে খবর পেয়েছি সাইনবোর্ড এলাকায় রাকিবের মাথায় গুলি লেগেছে। তাকে শহরের খানপুর হাসপাতালে নেওয়া হয়। এরপর শেষ রাতে বড় ছেলে শাকিল ও বড় জামাতা মনির হোসেন গ্রামের বাড়িতে রাকিবের লাশ নিয়ে যায়।