অভিনব কায়দায় ভুয়া গোয়েন্দা সেজে প্রতারণা করতো চক্রটি

রাজধানীতে গোয়েন্দা পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রায়ই ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে

অভিনব কায়দায় ভুয়া গোয়েন্দা সেজে প্রতারণা করতো চক্রটি
গ্রেফতারকৃত প্রতারক চক্র

প্রথম নিউজ, ঢাকা: অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি। ব্যাংক ও মানি এক্সচেঞ্জ ঘিরে অবস্থান নেয় একদল। গ্রাহক সেজে টাকা উত্তোলনকারীর খবর যোগাড় করে আরেকটি একদল। টাকা উত্তোলন করলে বাইরে ওৎ পেতে থাকে নকল গোয়েন্দা পুলিশের পোশাক পরা আরেকটি দল। টাকা নিয়ে বের হলে, জিজ্ঞাসাবাদের নামে তাকে আকস্মিকভাবে গাড়িতে তোলা হতো। নির্জন স্থানে নিয়ে মারধর করে ছিনিয়ে নিতো টাকা।

নকল পুলিশের এই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যাংক থেকে টাকা তুলে বের হচ্ছেন অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তা। এই খবর বাইরে অবস্থান করা সহযোগীদের জানিয়ে বের হয়ে যায় চক্রের এক সদস্য। রিক্সায় ওঠার সময়, গোয়েন্দা পুলিশ পরিচয়ে জিজ্ঞাসাবাদের নামে টাকা উত্তোলনকারীকে গাড়িতে তুলে ছিনিয়ে নেয় পাঁচ লাখ টাকা।

রাজধানীতে গোয়েন্দা পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রায়ই ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে। ডেমরা থেকে তিন ভুয়া গোয়েন্দাকে গ্রেপ্তারের পর কর্মকর্তারা বলছেন, তারা মূলত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ঢাকা ও এর আশেপাশে ডাকাতি করে আত্মগোপনে চলে যায় বিভিন্ন জেলায়।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা বিভাগ (দক্ষিণ) যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, 'যারা ব্যাংক থেকে টাকা তুলে বা মানি এক্সচেঞ্জ থেকে টাকা তুলে বা বিদেশি মুদ্রা নিয়ে যায় তাদের খবর সংগ্রহ করে প্রথমে ডিবি বা পুলিশ পরিচয়ে তাদেরকে গাড়িতে ওঠায় তারপর তাদের সব টাকা পয়সা তারা নিয়ে নেয়। এরপর তাদেরকে কোন এক জায়গায় ফেলে রেখে যায়।'

গ্রেফতার তিন আসামির কাছ থেকে উদ্ধার করা হয়েছে গোয়েন্দা পুলিশের পোশাক, হ্যান্ডকাফ ও ওয়াকিটকি। তাহলে আসল ও নকল গোয়েন্দা চেনার উপায় কি? এমন প্রশ্নের জবাবে মাহবুব আলম আরও জানান,'তাদের কাছে অস্ত্র অনেক ক্ষেত্রে থাকে না। থাকলেও একটা দুইটা অস্ত্র থাকে। মাহবুব আলম বলেন, ভুয়া পুলিশ সদস্যদের দৌরাত্ম্য ঠেকাতে রোজধানীজুড়ে চলছে বিশেষ অভিযান।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom