অতিরিক্ত সচিব যুগ্মসচিব ও উপসচিব পর্যায়ে রদবদল
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উল্লেখিত রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রথম নিউজ, অনলাইন: প্রশাসনে অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব পর্যায়ে রদবদল করা হয়েছে। এছাড়া বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের (বিইউপি) একজন অ্যাসোসিয়েট প্রফেসরকে সেনাবাহিনীতে বদলি করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উল্লেখিত রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুল আলমকে মহাপরিচালক হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. মতিয়ার রহমানকে মহাপরিচালক হিসাবে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রাশিদুল ইসলামকে চেয়ারম্যান হিসাবে মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে (স্পারসো) এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমানকে মহাপরিচালক হিসাবে পরিসংখ্যান ব্যুরোতে নিয়োগ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব নিলুফার নাজনীনকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান মো. আব্দুস সামাদকে স্বাস্থ্য সেবা বিভাগে, বিসিএস প্রশাসন একাডেমির এমডিসি মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারকে জননিরাপত্তা বিভাগে এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সংযুক্ত সুব্রত শিকদারকে পরিকল্পনা বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে।
পৃথক আদেশে তাঁত বোর্ডের সদস্য হিসাবে বদলির আদেশাধীন যুগ্মসচিব মোহাম্মদ বদরুল হককে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাসকে গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্প (লাইন-৫) সাউটার্ন রুটের উপ প্রকল্প পরিচালক কামরুজ্জামান মিয়াকে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পে (লাইন-১) অতিরিক্ত প্রকল্প পরিচালক, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক মো. শাহ আলমকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে।
পৃথক আদেশে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব আলেয়া আক্তারকে পরিকল্পনা কমিশনে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্মসচিব ড. রাশিদা ফেরদৌস এনডিসিকে শিক্ষা মন্ত্রণালয়ে, অর্থ বিভাগে সংযুক্ত ড. শেখ মনিরুজ্জামানকে বিদ্যুৎ বিভাগে, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের নির্বাহী পরিচালক সালমা খাতুনকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে, সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে কাউন্সেলর (শ্রম) হিসাবে দায়িত্ব পালন শেষে সদ্য যোগদানকৃত মো. আতাউর রহমানকে খাদ্য মন্ত্রণালয়ে এবং দক্ষিণ কোরিয়া বাংলাদেশ দূতাবাসে কমার্শিয়াল কাউন্সেলর হিসাবে দায়িত্ব পালন শেষে সদ্য যোগদানকৃত ড. মো. মিজানুর রহমানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।
পৃথক আদেশে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক মো. আজাদ হোসেনকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের ব্যবস্থাপক কাজী শরীফ উদ্দিন আহমেদকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যানের একান্ত সচিব নাইমুল আজম খানকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মো. মাসুদ হোসেন বিপিএএ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার জাকির হোসেনকে দুর্নীতি দমন কমিশনে (দুদক), পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব মোহাম্মদ খালেদ-উর-রহমানকে প্রধান রাজস্ব কর্মকর্তা (সিআরও) হিসাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনে, বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসারকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনে।
পৃথক আদেশে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের (বিইউপি) ডিপার্টমেন্ট অব ম্যানেজমেন্ট ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের অ্যাসোসিয়েট প্রফেসর লে. কর্নেল শেখ সনি মোহাম্মদ তালহাকে সেনাবাহিনীতে বদলি করা হয়েছে। পৃথক আদেশে বিইউপির আইসিটি সেন্টারের সিগন্যালস সিস্টেম অ্যানালিস্ট মেজর আবু জাফর মো. সালেহকে সেনাবাহিনীতে বদলি করা হয়েছে।
পৃথক আদেশে বাংলাদেশ স্ট্যান্ডার্স অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমরান হোসেন বিপিএএকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসাবে সিরাজগঞ্জে এবং পৃথক আদেশে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক লতিফা জান্নাতীকে বরিশাল জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক জিয়াউল ইসলাম চৌধুরীকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে টাঙ্গাইলে এবং পৃথক আদেশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মুনান হাওলাদারকে অর্থ বিভাগে বদলি করা হয়েছে।