অটোরিকশা-পিকআপভ্যানের সংঘর্ষ, প্রাণ গেলো কলেজছাত্রের

 অটোরিকশা-পিকআপভ্যানের সংঘর্ষ, প্রাণ গেলো কলেজছাত্রের

প্রথম নিউজ, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবু নাঈম (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (১৯ আগস্ট) সকালে সলংগা আঞ্চলিক সড়কের পুঠিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবু নাঈম মোহাম্মদ নাঈম তাড়াশ উপজেলার মাজহারুল ইসলামের ছেলে ও সিরাজগঞ্জ পলিটেকনিক কলেজের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুঠিপাড়ায় অটোরিকশা ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে অটোরিকশায় থাকা কলেজছাত্র নাঈম ঘটনাস্থলেই মারা যান।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। একই সঙ্গে পিকআপভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।