২৮ হাজার ডলার ফেলে পালাল পাচারকারী
প্রথম নিউজ, মেহেরপুর : মেহেরপুর-ভারত সীমান্তে অভিযান চালিয়ে ২৮ হাজার ইউএস ডলার জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। তবে পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
সোমবার (৯ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেহেরপুরের বুড়িপোতা সীমান্ত এলাকা দিয়ে ইউএস ডলার পাচার করা হবে এমন তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধীন বুড়িপোতা বিওপি কমান্ডার সুবেদার তৌহিদুজ্জামানের নেতৃত্বে একটি দল গুচ্ছগ্রামে অভিযান চালায়। এ সময় গুচ্ছগ্রামের কৃষি জমিতে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখলে বিজিবি টহল দলের সন্দেহ হয়। সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য টহল দল তার কাছে যেতেই তিনি ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যান। পরে বিজিবি টহল দল ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ২৮ হাজার ইউএস ডলার, একটি পুরাতন লোহার বটি এবং দুইটি পুরাতন কাচি উদ্ধার করেন।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, জব্দ ডলারগুলো বাংলাদেশি টাকায় আনুমানিক ৩০ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ডলারগুলো মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।