১৫ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না শওকতের

গ্রেফতার মো. শওকত আলী (২৮) বেনাপোলের কাগমারী এলাকার মোহাম্মদ আলীর ছেলে। ১৫ বছর আগে তার বিরুদ্ধে মাদকদ্রব্যের এক মামলায় যাবজ্জীবন সাজা হয়।

 ১৫ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না শওকতের

প্রথম নিউজ, ফরিদপুর: ফরিদপুরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিনগত গভীর রাতে ভাঙ্গা ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. শওকত আলী (২৮) বেনাপোলের কাগমারী এলাকার মোহাম্মদ আলীর ছেলে। ১৫ বছর আগে তার বিরুদ্ধে মাদকদ্রব্যের এক মামলায় যাবজ্জীবন সাজা হয়।

র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার কে এম শাইখ আকতার জানান, শওকত আলীর বিরুদ্ধে ২০০৯ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার মামলা নং-০৯, তারিখ-১৫/১০/২০০৯। মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ প্রায় ১৫ বছরের পলাতক আসামি মো. শওকত আলী।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছেন। মামলার পর বিভিন্ন সময় আদালত হতে জামিন নিয়ে পরে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন ছিলেন। এরপর তার অনুপস্থিতিতে ওই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়।