হাসিনার বক্তব্য সমর্থন করেনা ভারত: বিক্রম মিশ্রি
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সেখানে তিনি জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে সমর্থন করেনা ভারত। কেননা ঢাকা-দিল্লির সম্পর্কের মধ্যে হাসিনা এখন প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ঢাকা সফর শেষে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সফরের বিস্তারিত তুলে ধরেন ভারতীয় পররাষ্ট্র সচিব। এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু।
এতে বলা হয়, মিশ্রি বলেছেন-বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক একক কোনো রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের জনগণের উপর দৃষ্টি নিবদ্ধ রেখেছে ভারত।