হযরত শাহজালাল বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ যুবক আটক

শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দরের টাওয়ার বিল্ডিংয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। মো. রুস্তম আলী ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ বাঘাপুর এলাকার বাসিন্দা।

হযরত শাহজালাল বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ যুবক আটক

প্রথম নিউজ, অনলাইন : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ মো. রুস্তম আলী (৩৮) নামে এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দরের টাওয়ার বিল্ডিংয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। মো. রুস্তম আলী ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ বাঘাপুর এলাকার বাসিন্দা। এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে অভিযুক্ত রুস্তম আলীকে (৩৮) বিমানবন্দরের টাওয়ার বিল্ডিংয়ের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে সাদা পোষাকে দায়িত্ব পালন করা এপিবিএনের গোয়েন্দা সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অপ্রাসঙ্গিক উত্তর দিতে থাকেন। এ সময় তাকে আটক করে বিমানবন্দরে এপিবিএনের অফিসে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তার কাছে স্বর্ণ রয়েছে। সঙ্গে থাকা ব্যাগ থেকে নিজ হাতে ৬৯৬ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার এবং ৩৫৫ গ্রাম ওজনের স্বর্ণালংকার (মোট এক কেজি ৫১ গ্রাম) বের করে দেন। তিনি এ স্বর্ণের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি বলেন, এপ্রিল মাসব্যাপী পরিচালিত এই বিশেষ অভিযানে এখন পর্যন্ত প্রায় ৬ কেজি স্বর্ণ, মোবাইল ফোন, মাদক, কসমেটিকস, বিপুল পরিমাণ অন্যান্য শুল্কযোগ্য পণ্য আটক করা হয় এবং বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়।