সিয়েরা লিয়নে সামরিক ঘাঁটিতে হামলা, জরুরি অবস্থা জারি
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: রাজধানী ফ্রিটাউনে একটি সামরিক ঘাঁটিতে আক্রমণ করেছে অস্ত্রধারী কিছু লোক। এরপর থেকেই পুরো সিয়েরা লিয়নে জারি করা হয়েছে কারফিউ। সরকার রোববার এক বিবৃতিতে বলেছে, রাজধানীতে প্রধান ব্যারাক উইলবারফোর্সে এই হামলা প্রতিরোধ করা হয়েছে। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে। এ অবস্থায় নাগরিকদেরকে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে সরকার। কারণ, ওই হামলাকারীদের খুঁজছে বিভিন্ন বাহিনী। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
বার্তা সংস্থা এএফপিকে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, রোববার সকালে তারা রাজধানীতে ভারী গুলি বিনিময় ও বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে দেখা গেছে, রাস্তা থেকে কালো ধোঁয়া আকাশে উঠে যাচ্ছে। তথ্যমন্ত্রী চারনর বাহ জনগণকে আশ্বস্ত করেছেন এই বলে যে, সরকার এবং রাষ্ট্রের নিরাপত্তা রক্ষাকারীদের নিয়ন্ত্রণে আছে সব। সন্দেহভাজন হামলাকারীদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে নিরাপত্তা রক্ষাকারীরা।