সারাদেশে বজ্রপাতে ৭ জনের মৃত্যু

শনিবারের বিভিন্ন সময় পাবনা, সিরাজগঞ্জ, নেত্রকোনা, যশোরে এসব বজ্রপাতের ঘটনা ঘটে।

সারাদেশে বজ্রপাতে ৭ জনের মৃত্যু

প্রথম নিউজ,  অনলাইন ডেস্ক : দেশের চার জেলায় বজ্রপাতে সাতজন মারা গেছেন। শনিবারের বিভিন্ন সময় পাবনা, সিরাজগঞ্জ, নেত্রকোনা, যশোরে এসব বজ্রপাতের ঘটনা ঘটে।  পাবনার সুজানগর ও আটঘরিয়ায় জমিতে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কলেজছাত্রসহ তিন জন নিহত হয়েছেন। শনিবার বিকালে সুজানগরের আহম্মদপুরের চরগোবিন্দপু ও আটঘরিয়ার একদন্ত ইউনিয়নের বাড়ইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একদন্ত ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের আব্দুল মজিদ প্রামানিকের ছেলে এনামুল হক (২২)। তিনি পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের অনার্স প্রথমবর্ষের শিক্ষার্থী। অন্য দু'জন মনিরুজ্জামান (৩০), তিনি সুজানগরের আহম্মেদপুরের চর গোবিন্দপুর গ্রামের আকবর হোসেন এর ছেলে, এবং সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়নের টাকিগাড়া গ্রামে মৃত ছায়াত শেখের ছেলে কৃষক রফিকুল ইসলাম (৪২)। তারা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। নিহতদের  পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে।

- সিরাজগঞ্জে মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় দিকে সদর উপজেলার বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামে এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন- ওই গ্রামের মৃত নছি খাঁর ছেলে আব্দুল মালেক (৭৫) ও মৃত আব্দুল মজিদের ছেলে সোলেমান শেখ (৫৫)।

সিরাজগঞ্জ সদর থানার এসআই দানিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই দুই কৃষক ধান কাটারত অবস্থায় বজ্রপাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

- ধানের শুকানো খড় (বন) বৃষ্টিতে ভিজে যাওয়ার সময় তুলতে গিয়ে বজ্রপাতে মো. মোস্তফা (৫০) নামের এক কৃষক মারা গেছে। শনিবার সন্ধ্যায় নেত্রকোনা জেলার পুর্বধলা উপজেলালার গোহালাকান্দা ইউনিয়নের হাট-বারেঙ্গা গ্রামের মধ্যপাড়া এলাকায়। পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, বজ্রপাতে মৃত ব্যাক্তির লাশ দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হবে।

- যশোরের চৌগাছায় বছির উদ্দিন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাতিবিলা ইউনিয়নের তেঘরী গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত বছির উদ্দীন উপজেলার পাতিবিলা ইউনিয়নের তেঘরী গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে। হাসপাতালে জরুরি বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) মুহিবুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে