সিরাজগঞ্জে ১৩ পুলিশসহ নিহত ২৩
রোববার (৪ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

প্রথম নিউজ, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ১৩ পুলিশ সহ ২৩ জন নিহত হয়েছেন। এরমধ্যে এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক। রোববার (৪ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। ওদিকে সিরাজগঞ্জে দিনভর সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এরমধ্যে সিরাজগঞ্জ সদরে ৩ জন, রায়গঞ্জে ইউপি চেয়ারম্যান গোলাম সারোয়ার লিটনসহ ৬ জন ও শাহাদাতপুরে একজন রয়েছেন।