সরকারের অত্যাচারে বিএনপির আন্দোলনে অংশগ্রহণ বাড়ছে: ফখরুল

সরকারের অত্যাচারে বিএনপির আন্দোলনে অংশগ্রহণ বাড়ছে: ফখরুল
সরকারের অত্যাচারে বিএনপির আন্দোলনে অংশগ্রহণ বাড়ছে: ফখরুল

প্রথম নিউজ, ঢাকা : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের অত্যাচার যত বাড়ছে, বিএনপির আন্দোলনে মানুষের অংশগ্রহণ ততই বাড়ছে। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে যৌথসভা শেষে তিনি এ কথা বলেন। ফখরুল অভিযোগ করে বলেন, সরকার মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে দিয়েছে। দেশের বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না। ১০ দফা আদায়ের মধ্য দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই।

আগামী ১৯শে জানুয়ারি বিএনপি'র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে দলটি। আগামী ১৭ ই জানুয়ারি থেকে ২৬শে জানুয়ারি পর্যন্ত দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হবে।  এসময় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান প্রমুখ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: