সরকার পতনের আন্দোলন শুরুর ঘোষণা নুরের

সরকার পতনের আন্দোলন শুরুর ঘোষণা নুরের
গণঅধিকার পরিষদের  সদস্য সচিব নুরুল হক নুর: ছবি সংগৃহীত।

প্রথম নিউজ, অনলাইন:  দিন-তারিখ ঠিক করে ফ্যাসিবাদ, স্বৈরাচারের পতন ঘটানো যায় না উল্লেখ করে গণঅধিকার পরিষদের  সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, নির্দিষ্ট দিন-তারিখ নয়, আজকে থেকেই আমরা অনির্দিষ্টকালের জন্য ফ্যাসিবাদবিরোধী আন্দোলন শুরু করলাম। আজকে থেকেই গণঅধিকার পরিষদের মাধ্যমে হাসিনার পতনের আন্দোলন শুরু হয়েছে। আপনারাও যার যার জায়গা থেকে নেমে যান। কোনো ৫, ১০ই ডিসেম্বর নয়। আজকে থেকেই আওয়ামী ফ্যাসিবাদী সরকার পতনের আন্দোলন শুরু হয়েছে।  গতকাল বিকালে পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ৫ দফা দাবিতে আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন নুর। এ সময় গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়াসহ কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।  সমাবেশে নুরুল হক বলেন, এই সরকার বেহেস্তের কথা বলে দেশকে দোজখে পরিণত করে ফেলেছে। উন্নয়নের কথা বলে লুটপাট করে ব্যাংক, শেয়ারবাজারসহ বাংলাদেশকে ফাঁকা করে ফেলেছে। এতদিন উন্নয়নের কথা বলে সরকার এখন দুর্ভিক্ষের কথা বলছে। আপনাদের এই সমাবেশ থেকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি দুর্ভিক্ষের পথে যাবেন নাকি দুর্ভিক্ষের আগে এই দুর্ভিক্ষ সরকারকে বিদায় করবেন।

ইতিমধ্যেই সারা দেশে সরকার পতনের যে গণজাগরণ শুরু হয়েছে তাতে সরকারের অবস্থা খারাপ হয়ে গেছে। সরকারের গদিতে কাঁপন ধরেছে। এখন শুধুমাত্র কে ক্ষমতায় আসবে, প্রধানমন্ত্রী হবে সেই আলোচনা, সিদ্ধান্তের দিকে না গিয়ে আওয়ামী দুঃশাসন থেকে বাংলার মানুষকে মুক্ত করতে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে।  বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি আমাদের রাজপথের লড়াকু সহযোদ্ধা, আমাদের বন্ধু। যারা আমাদের মতো ফ্যাসিবাদী সরকারের পতনের জন্য যুগপৎ আন্দোলনের জন্য প্রস্তুতি নিয়ে রাজপথে নামছে। কাজেই আমাদের বিএনপি বা অন্য বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে পার্থক্য নাই। আমরা এক ও অভিন্ন মৌলিক দাবিতে রাজপথে এসেছি। সেক্ষেত্রে বর্তমান ফ্যাসিবাদী সরকারকে বিদায় নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে অবাধ-সুষ্ঠু নির্বাচন দিতে হবে।  ডাকসু’র সাবেক এই ভিপি আরও বলেন, তারা গত ১৩ বছরে মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশে নৈরাজ্য কায়েম করেছে।

 ওবায়দুল কাদেরের মতো সিনিয়র নেতারা বলছেন খেলা হবে। আমি দেখেছি এই আওয়ামী লীগের অসুস্থ খেলা শুরু হয়ে গেছে। নারায়ণগঞ্জে দেখেছেন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের দুর্বৃত্তরা মাস্ক, গামছা, মুখোশ বেঁধে রাস্তায় বোমাবাজি করে খালেদা জিয়ার নামে স্লোগান দিয়ে বিএনপি’র নেতাকর্মীদের নামে মামলা দিয়েছে। সেই মামলায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের জড়িয়েছে।  সমাবেশে ড. রেজা কিবরিয়া বলেন, দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগ সরকারকে আমাদের দেশের মানুষের ঘাড় থেকে তুলে ফেলতে হবে। এই সরকারের পতন ছাড়া দেশের কোনো অগ্রগতির পথ নেই। এই দেশের অগ্রগতি হবে বর্তমান সরকারের পতনের পর। আর এই ব্যাপারে আমরা গণঅধিকার পরিষদ কোনো আপস করি না, করবোও না। 

নুরের সঙ্গে দেশে ও বিদেশে এ ব্যাপারে আমরা আলোচনা করছি। দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছি। আমরা সাড়া পাচ্ছি। আমার মনে হচ্ছে আমাদের রাজনীতিতে ভবিষ্যৎ হচ্ছে গণঅধিকার পরিষদের।  তিনি বলেন, আমাদের দেশে এখন এই সরকারের প্রধান সমস্যা হলো তারা নিজেদের মিথ্যা বিশ্বাস করতে শুরু করেছে। সরকার মিথ্যাচার করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছে যে, তারা যা বলে মানুষ তার উল্টোটা করে।  ড. রেজা কিবরিয়া আরও বলেন, এক সাংবাদিক আমাকে জিগ্যেস করেছিল আমরা আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় বসবো কিনা। আমি বললাম, চোর, বাটপার, ভোট চোরের সঙ্গে কিসের সমঝোতা। গণঅধিকার পরিষদ এ ব্যাপারে কোনো আপস করবে না। আমরা এই ভোট চোরের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবো না। যতই লোভ, প্রলোভন দেখানো হোক আমরা অনড় থাকবো। কারণ আমরা জনগণের আস্থা অর্জন করতে চাই। এই মুহূর্তে আমাদের দুই হাজার আলেম-ওলামা জেলে কষ্ট করছেন। এই সরকার জনগণের ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে জেলে রেখেছে।

 আমরা আলেম-ওলামাদের মুক্তির দাবি করছি।  গণসমাবেশে গণঅধিকার পরিষদের ৫ দফার মধ্যে রয়েছে- বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং সঠিক বাজার ব্যবস্থাপনা ও তদারকির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্ষমতার মধ্যে নিয়ে আসা; বিদ্যুৎ, জ্বালানি, ব্যাংক, শেয়ারবাজারসহ আর্থিক হাতের লুটেরা, অর্থ পাচারকারী ও দুর্নীতিবাজদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা; রাজনৈতিক দলের সভা-সমাবেশে বাধা, হামলা, গুলি করে হত্যা, মিথ্যা মামলায় গ্রেপ্তার, হয়রানি বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা ও রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহার; রাজনৈতিক সংকট উত্তরণ ও জনগণের ভোটাধিকার নিশ্চিত নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন এবং রাজনৈতিক দল নিবন্ধনের হয়রানিমূলক ব্যবস্থা বাতিল করে গণধিকার পরিষদসহ ইসিতে আবেদনকারী দলসমূহকে নিবন্ধন প্রদান।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom