ফেডারেশন কাপ ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে কিংস-আবাহনী

প্রথম নিউজ, ডেস্ক : নতুন ফরম্যাটে বসুন্ধরা কিংস ও আবাহনীর মধ্যকার আজকের কোয়ালিফায়ারে হারলেও আরেকটা সুযোগ থাকবে বিজিত দলের জন্য। তবে একই দিনে ময়মনসিংহে এলিমিনেটর ম্যাচে ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জিততেই হবে ব্রাদার্স অথবা রহমতগঞ্জকে।
জাতীয় দল, হামজা চৌধুরীকে নিয়ে উন্মাদনা শেষে ফুটবলে ফিরছে আবার ঘরোয়া লড়াই। বসুন্ধরা কিংসের সঙ্গে মোহামেডান ও আবাহনীর লড়াই সাম্প্রতিক সময়ে বেশ জমে উঠেছে। কিংসের আধিপত্যকে ক্রমাগত চ্যালেঞ্জ জানাচ্ছে ঐতিহ্যবাহী দুই দল।
নতুন ফরম্যাটে আজকের কোয়ালিফায়ারে হারলেও আরেকটা সুযোগ থাকবে বিজিত দলের জন্য। তবে একই দিনে ময়মনসিংহে এলিমিনেটর ম্যাচে ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জিততেই হবে ব্রাদার্স অথবা রহমতগঞ্জকে। গতবার ত্রিমুকুট জয়ের পথে সব শিরোপাই জিতেছে কিংস।
ফেডারেশন কাপ জিতেছে তৃতীয়বারের মতো। তবে এই টুর্নামেন্টে কিংসকে হারিয়ে আবাহনীরও শিরোপা উৎসবের স্মৃতি আছে। পেশাদার লিগে নিজেদের প্রথম মৌসুমে আবাহনীর কাছে হেরেছিল কিংস। দুই দলের খেলোয়াড়দের মারামারির কারণে ২০১৮ সালের সেই ফাইনাল যেমন কুখ্যাত হয়ে আছে, তেমনি সেদিন থেকেই সঞ্চারিত হয়েছে এ দুই দলের দ্বৈরথের চাপ ও উত্তেজনা।
সেটি এই মৌসুমেও যথেষ্ট পরিমাণে রয়েছে। লিগে এবার মুখোমুখি প্রথম দেখায় বিদেশিহীন আবাহনী হারিয়ে দিয়েছে কিংসকে। সেই হারের শোধ নেওয়ার সময় এসেছে কিংসের সামনে। তবে দলটির গুরুত্বপূর্ণ কয়েকজনের চোট এই ম্যাচ নতুন পরীক্ষাও নেবে ভ্যালেরিও তিতার। সব প্রতিকূলতা সত্ত্বেও কিংসের রোমানিয়ান এই কোচ অবশ্য আশাবাদী, ‘দলের গুরুত্বপূর্ণ কয়েকজনকে আমরা পাচ্ছি না।
এতে অবশ্যই আমরা শক্তি হারিয়েছি। তবে আমার বিশ্বাস আগামীকাল যারাই মাঠে নামবে, তারা তাদের চেষ্টা, পরিশ্রম, নিবেদন দিয়ে প্রমাণ করবে যে আমি তাদের খেলিয়ে ভুল করিনি। আমি খুবই আশাবাদী যে ভালো কিছুই হবে।’
আর্জেন্টাইন স্ট্রাইকার হুয়ান লেসকানোকে মধ্যবর্তী দলবদলে নেওয়া হলেও চোটে পড়েছেন তিনি। আক্রমণে নেতৃত্ব দিতে হবে তাই রাকিব হোসেনকে। নিজেদের সামর্থ্যে আস্থা রাখছেন তিনিও, ‘কে নেই সেটা নিয়ে আর ভাবছি না আমরা। যারা আছি তাদেরই দায়িত্ব নিয়ে খেলতে হবে। কোয়ালিফায়ারের মতো ম্যাচে জয় ছাড়া বিকল্প কিছু ভাবারও তো সুযোগ নেই আমাদের।’ মিগেল ফিগেইরা দলে যোগ না দিলেও উজবেক মিডফিল্ডার আসরর গফুরভ থাকছেন জোনাথন ফার্নান্দেজের সঙ্গে, সুযোগ পেতে পারেন শেখ মোরসালিন। ডিফেন্সে নতুন আসা ডেসিয়েলের পরীক্ষা হয়ে যাবে আজ। উইংয়ে ঘানাইয়ান ইভান্স ইত্তিকেও দেখা যেতে পারে।
মৌসুমের দ্বিতীয় ভাগে বিদেশি দলে ভিড়িয়েছে আবাহনীও। তারা পরীক্ষিত রাফায়েল আগস্ত ও এমেকা ওগবাহকে ফিরিয়েছে। প্রথম ভাগে স্কোরিং নিয়ে যে সমস্যায় পড়েছিল মারুফুল হকের দল, সেটি অনেকটাই কেটে যাওয়ার কথা এবার। অধিনায়ক মোহাম্মদ হৃদয় আত্মবিশ্বাসী আজকের ম্যাচ নিয়ে, ‘আজ জিতলেই ফাইনাল, দলকে উজ্জীবিত করার জন্য তাই বাড়তি কিছু প্রয়োজন হচ্ছে না। আমরা জেতার জন্য সর্বশক্তি নিয়েই ঝাঁপাব। এই মৌসুমে প্রথম দেখায় ওদের বিপক্ষে জিতেছি। নতুন বিদেশি যোগ হওয়ায় আমাদের শক্তি আরো বেড়েছে। আমরা তাই আশাবাদী।’ কিংসের চোট সমস্যায় বাড়তি নজর দিচ্ছেন না বলেই জানিয়েছেন জাতীয় দলে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার, ‘আমরা আমাদের সেরাটা দেওয়া নিয়েই শুধু ভাবছি। কিংস সব সময়ই শক্ত প্রতিপক্ষ।’ কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে আজ বিকেল পৌনে ৩টায় শুরু হবে ম্যাচটি।