সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে উন্মাদের মতো আচরণ করছে: নুর

সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে উন্মাদের মতো আচরণ করছে: নুর
সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে উন্মাদের মতো আচরণ করছে: নুর-ছবি ফাইল

প্রথম নিউজ, অনলাইন: সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে উন্মাদের মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। বলেন, এই সরকারের হাতে দেশের মানুষ কিংবা দেশে কর্মরত বিদেশিরা কেউই নিরাপদ নয়।  গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ১৬ই ডিসেম্বর  বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে পাবনা, ময়মনসিংহ, মাগুরা, খুলনা, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। নুর বলেন, এতদিন এই দেশে বিরোধী মতের মানুষের ওপর হামলা-মামলা করা হতো, গুম করা হতো। এই সরকারের মন্ত্রীদের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে মায়ের কান্না নামক সংগঠনের লোক ও আওয়ামী লীগ নেতাকর্মীরা কয়েকদিন আগে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষায় কাজ করা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের ওপর হামলা করে। এর আগেও ২০১৮ সালে মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের ওপর হামলা করে ছাত্রলীগ ও যুবলীগের নেতারা। 

তিনি বলেন, আজকে আওয়ামী লীগ তাদের র? র‌্যালির নামে পুরো ঢাকা দখলে নিয়েছে। এতে রাস্তাঘাটে মানুষের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। ১০ই ডিসেম্বর বিএনপি’র সমাবেশকে কেন্দ্র করে সরকার কতোটা বেপরোয়া হয়েছে, পাড়া-মহল্লায় গুণ্ডা, মাস্তান ও সন্ত্রাসীদের টহল দিয়েছে, যাতে সমাবেশে কেউ যোগ না দিতে পারে। এমনকি তারা মানুষের ব্যক্তিগত নিরাপত্তা লঙ্ঘন করে মানুষের মোবাইলের গ্যালারিতে থাকা ছবিও চেক করেছে। আমরা আজ জনগণকে সতর্ক করে দিয়ে বলতে চাই, আওয়ামী লীগ ও তার উচ্ছিষ্টভোগীরা অবৈধভাবে ক্ষমতা দখল করার জন্য যেভাবে বেপরোয়া উন্মাদে পরিণত হয়েছে, জনগণ যদি এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারে- তাহলে কেউ বেডরুমেও নিরাপদ নয়। গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান খানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, ফারুক হাসান, মো. সোহরাব হোসেন, আবু হানিফ, বীর মুক্তিযোদ্ধা ড. মালেক ফরাজী, সাদ্দাম হোসেন, শাকিল উজ্জামান, যুগ্ম সদস্য সচিব তারেক রহমান প্রমুখ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom