সমকামী নারীর চরিত্রে অভিনয়ে দীপিকাকেই পছন্দ কৃতীর
নারী-পুরুষ নির্বিশেষে দীপিকার প্রতি আকর্ষিত অনেকেই। নিজের ইচ্ছের কথা প্রকাশ করলেন কৃতী।
প্রথম নিউজ, ডেস্ক : টিনসেল নগরীতে এমন কোনও পুরুষ নেই যিনি তাঁর প্রতি আকৃষ্ট নন। দীপিকা পাড়ুকোন। তাঁর রূপের ছটা, উপস্থিতি অগ্রাহ্য করা বেশ দুষ্কর।কয়েকদিন আগে মণীশ মলহোত্রর ব়্যাম্প শো-তে রীতিমতো ঝড় তোলেন নায়িকা। সঙ্গে ছিলেন রণবীর সিংহ। দীপিকার রূপ, গ্ল্যামার শুধুই কি পুরুষদের হৃদয় হরণ করে! না, তা বললে ভুল বলা হবে। মহিলারাও তাঁর রূপে মুগ্ধ। সেই প্রমাণই মিলল আরও একবার। কৃতী শ্যানন বলিউডের অন্যতম প্রথম সারির অভিনেত্রী। দীপিকার প্রশংসায় পঞ্চমুখ। মুম্বইয়ের এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কৃতী বলেন, “যদি কোনও সমকামী নারীর চরিত্রে অভিনয়ের সুযোগ আসে, তা হলে আমি দীপিকার সঙ্গে কাজ করতে চাইব।”
নায়িকার চোখেও দীপিকা অসাধারণ। তাঁর এক অদ্ভুত আকর্ষণ ক্ষমতা আছে। তাই সমকামী নারীর চরিত্রে অভিনয় করতে হলে দীপিকাকেই সহ-অভিনেতা হিসাবে চান কৃতী।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews