স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা হত্যার মূল ঘাতকসহ গ্রেপ্তার ৯
শনিবার (১২ নভেম্বর) রাতে বাগেরহাট জেলা পুলিশ আসামিদের আটক করে। আটককৃতদের তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত গুলি ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
প্রথম নিউজ, বাগেরহাট: বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম তানু ভূঁইয়া হত্যাকাণ্ডের মূল ঘাতক ফরিদসহ (২৯) আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ নভেম্বর) রাতে বাগেরহাট জেলা পুলিশ আসামিদের আটক করে। আটককৃতদের তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত গুলি ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
রাতে নিহতের স্ত্রী কানিজ ফাতেমা বাগেরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, তানু ভূঁইয়া হত্যার ঘটনায় আমরা ৯ জনকে গ্রেপ্তার করেছি। রোববার (১৩ নভেম্বর) বেলা পৌনে ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
এর আগে শুক্রবার রাত সোয়া ৯টার দিকে বাগেরহাট শহরের বাসাবাটি পদ্মপুকুরের মোড় এলাকায় ফরিদ নামের এক ব্যক্তির গুলিতে নিহত হন নুরে আলম তানু ভুঁইয়া। তিনি বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার মৃত আব্দুর রউফ ভুঁইয়ার ছেলে। তিনি জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
অভিযুক্ত ফরিদ বাসাবাটি এলাকার টুটুল শেখের ছেলে। ফরিদের নামে হত্যাসহ বিভিন্ন অপরাধে পাঁচটি মামলা রয়েছে। গতকাল শনিবার দুপুরে নামাজে জানাজা শেষে সরুই কবরস্থানে দাফন করা হয় সাবেক এই ছাত্রনেতাকে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews