সুপ্রিম কোর্ট বার নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের পদত্যাগ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জ্যেষ্ঠ আইনজীবী মো. মনসুরুল হক চৌধুরী পদত্যাগপত্র জমা দিয়েছেন
প্রথম নিউজ, ঢাকা : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জ্যেষ্ঠ আইনজীবী মো. মনসুরুল হক চৌধুরী পদত্যাগপত্র জমা দিয়েছেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে এই পদত্যাগপত্র জমা দেন বলে জানান সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের এডমিনিসট্রিটিভ অফিসার মো. রবিউল হাসান।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির মানবজমিনকে বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ আমরা যারা আছি তারা বসে নতুন একজনকে প্রধান করে কালকে নির্বাচন যথাসময়ে করা হবে।
জানা যায়, নির্বাচনে ভোট গণনায় ইলেকট্রিক মেশিন প্রবর্তন, ব্যালট পেপার ছাপানো নিয়ে মতবিরোধের জেরে মো. মনসুরুল হক পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী ও সুপ্রিম কোর্ট বার সম্পাদক আব্দুন নুর দুলাল কোন মন্তব্য করতে রাজি হননি।
আগামী ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে সভাপতি পদে বর্তমান সভাপতি অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক পদে বর্তমান সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: