সোনার বাংলা এক্সপ্রেসের ৪ কর্মী বরখাস্ত

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় সোনার বাংলা এক্সপ্রেসের চালকসহ ৪ কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে

সোনার বাংলা এক্সপ্রেসের ৪ কর্মী বরখাস্ত

প্রথম নিউজ, কুমিল্লা : কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় সোনার বাংলা এক্সপ্রেসের চালকসহ ৪ কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার রেলপথ মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। বরখাস্তকৃতরা হলেন- চালক মো. জসিম উদ্দিন (ঢাকা হেডকোয়ার্টার), সহকারী চালক মো. মহসিন (ঢাকা হেডকোয়ার্টার), গার্ড আব্দুল কাদের (চট্টগ্রাম ডিভিশন) ও হাসানপুর স্টেশনের মেইনটেইনার সিগন্যাল ওয়াহিদ।
এর আগে রেলের চট্টগ্রাম বিভাগীয় ট্রাফিক কর্মকর্তাকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিবে। ট্রেন দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্তের কাজ শুরু হয়েছে। দুর্ঘটনাটি কারো কর্তব্য অবহেলায় না সিগন্যালিং সমস্যায় নাকি যান্ত্রিক কারণে সংঘটিত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যায়।
 

 মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।
রেল মন্ত্রীকে সর্বপ্রথম বরখাস্ত করা দরকার । তা নাহলে রেলের দুর্দশা দূর হবে না । চালক এই যাত্রার আগে কত ঘন্টা বিরতি পেয়ে ছিলেন ? তাকে কি আট ঘন্টা বিরতি দেওয়া হয়েছিল ? বিশ্রাম ও নিদ্রা'র জন্য ?