সানি লিওনিকে কারণ ছাড়াই হেনস্তা করা হচ্ছে: আদালত

তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েও অনুষ্ঠানে এসে পারফর্ম করেননি বলিউডের এই অভিনেত্রী।

সানি লিওনিকে কারণ ছাড়াই হেনস্তা করা হচ্ছে: আদালত
সানি লিওনিকে কারণ ছাড়াই হেনস্তা করা হচ্ছে: আদালত

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: বলিউডের অভিনেত্রী সানি লিওনি, তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার ও তাঁদের এক কর্মীর বিরুদ্ধে মামলা করেছিল কেরালার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েও অনুষ্ঠানে এসে পারফর্ম করেননি বলিউডের এই অভিনেত্রী। তবে সানির বিরুদ্ধে প্রতারণার এ অভিযোগ ভিত্তিহীন বলে মনে করছেন কেরালার হাইকোর্ট। সানি লিওনির বিরুদ্ধে আনা অভিযোগ সেটা কোনো ফৌজদারি অপরাধ বলে মনে হচ্ছে না আদালতের। অভিযোগটির পক্ষে উপযুক্ত প্রমাণেরও অভাব রয়েছে। আদালত মনে করছেন, অকারণে এ অভিনেত্রীকে হেনস্তা করা হচ্ছে। তাই আদালত মামলাটি বাতিল করার পক্ষে। তবে তদন্ত যাতে চলতে পারে, তার জন্য মামলার শুনানি চলবে। যদিও এর আগে উপযুক্ত প্রমাণের অভাবে মামলাটি বাতিল করেছিলেন ম্যাজিস্ট্রেট আদালত।

কেরালার ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের অভিযোগের পর নিজেকে নির্দোষ দাবি করে মামলা খারিজের আবেদন নিয়ে হাইকোর্টে যান এই অভিনেত্রী। আদালতের কাছে সানির আবেদন ছিল, কোনো ভুল-বোঝাবুঝির কারণে এটা হয়ে থাকতে পারে। এতে অভিযোগকারীদের কোনো ক্ষতি না হলেও এ মামলার ফলে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।এদিকে চলতি বছর অভিনয়ের দিক থেকে বেশ ব্যস্ততায় কাটবে সানি লিওনির। আগে বেশির ভাগ সময় তাঁকে আইটেম গানে দেখা গেলেও ২০২৩ সালে বেশ কয়েকটি সিনেমার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাঁকে। কেবল হিন্দিই নয়, চলতি বছর তামিল ও মালয়ালাম সিনেমাতেও দেখা যাবে সানি লিওনিকে।

ভারতীয় বিনোদন জগতে সানি লিওন যাত্রা শুরু করেন ২০১১ সালে ‘বিগবস ৫’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে। পরের বছর ‘জিসম ২’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় এই মডেল, ব্যবসায়ী ও সাবেক পর্নো তারকা। সানির আসল নাম করণজিৎ কৌর বোহরা। কানাডার অন্টারিওতে ১৯৮১ সালে একটি পাঞ্জাবি পরিবারে তাঁর জন্ম হয়।

১৩ বছর বয়সে মা-বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমান সানি। ১৯৯৯ সালে তাঁর বাবার ক্যানসার ধরা পড়ে। দীর্ঘদিন ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে শেষ পর্যন্ত ২০১০ সালে মারা যান সানির বাবা। বাবাকে হারানোর এক বছর আগে মার্কিন রক ব্যান্ড দল ডিসপ্যারোসের লিড গিটারিস্ট ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেন সানি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: