সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের ১৮ চুক্তি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের মধ্যে শুক্রবার সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের ১৮টি চুক্তি সই হয়েছে

সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের ১৮ চুক্তি
সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের ১৮ চুক্তি-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের মধ্যে শুক্রবার সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের ১৮টি চুক্তি সই হয়েছে।

এর মধ্যে রয়েছে জ্বালানি, বিনিয়োগ, যোগাযোগ, আইসিটি ও স্বাস্থ্য খাতে এ সব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খবর গালফ নিউজের।  

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ এর আলোকে এসব চুক্তি হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

বাইডেন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার চারদিনের জন্য মধ্যপ্রাচ্য সফরে গেছেন। সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকালে ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদের সঙ্গে বাইডেনের বৈঠক হয়। এরপরই তারা ইরানবিরোধী ঘোষণায় স্বাক্ষর করেন।

এতে বলা হয়েছে, ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া থামাতে আমেরিকা তার জাতীয় শক্তির সবকিছু ব্যবহার করবে। এই ঘোষণায় ইসরাইলকে অব্যাহতভাবে সামরিক সহায়তা দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ওয়াশিংটন।

এর আগে আমরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে জো বাইডেন যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন ২০১৬ সালে ১০ বছর মেয়াদী রেকর্ড ৩৮০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ স্বাক্ষরিত হয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে। তবে এবার যে ঘোষণায় স্বাক্ষর করা হয়েছে তা প্রতীকী হিসেবে দেখা হচ্ছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom