সীতাকুণ্ড  ইউছুপ হত্যা মামলার দুই আসামী গ্রেফতার: অস্ত্র ২সহ গুলি ৫রাউন্ড উদ্ধার

সীতাকুণ্ড  ইউছুপ হত্যা মামলার দুই আসামী গ্রেফতার: অস্ত্র ২সহ গুলি ৫রাউন্ড উদ্ধার

প্রথম নিউজ,  সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ড বারৈয়ারঢালা জাতীয় উদ্যান থেকে অস্ত্র সহ গ্রেফতার করেছে এস আই মুকিব হাসান এ এস আই আরিফ ২টি আগ্নি অস্ত্রসহ ৫ রাউণ্ড গুলি উদ্ধার করে পুলিশ। উপজেলার পৌরসভার নুনা ছড়া বটতল পেট্টল পাম্প সংল্গন মৃদুলা হোটেলের ভিতরে প্রবেশ করে চাদা বাজির ভাগ ভাটারেকে কেন্দ্র করে যুবলীগের সদস্য ইউছুপকে ২০-১১- ২০২২ সন্ধা ৫টায় কুপিয়ে হত্যা করে যুবলীগের সন্ত্রাসী গ্রুপের ৭/৮ জনের একটি দল । ইউছুপকে হত্যা করে দির্ঘদিন পালিয়ে ছিল হত্যা কারীরা । পুলিশ খবর পেয়ে গত ১৭-৬-২৩ইং তারিখে বারৈয়ারঢালা সহশ্্রধারা এলাকায় গোপন সংবাদের বৃত্তিতে সন্ধা ৫টায় যুবলীগের ক্যাডার ১ মোঃ রবিউল হোসেন বাবলু (৩২)পিতা মৃত নুরুল আবছার সাং ইয়াকুবনগর দুবাই ফকিরের বাড়ি, ২ আলমগীর হোসেন (৩২)পিতা আলী আহম্মদ সং মধ্যম ইয়াকুব নগর হাসি সাওদাঘরের বাড়ি, উভয় সাং সীতাকুণ্ড থানা ,চট্টগ্রাম।তাদের কাছ থেকে ২টি অগ্নি অস্ত্র ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।তাদের বিরুদ্ধে নাশকতা সহ এশাধিক মামলা রয়েছে।সীতাকুণ্ড থানা সুত্রে জানাযায়।সীতাকুণ্ড থানার মামলা নাম্বার ২৪। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড  থানার ওসি তোফায়েল আহম্মদ।